• ঢাকা বৃহস্পতিবার, ০২ মে ২০২৪, ১৯ বৈশাখ ১৪৩১
logo

বন্ধুর বাবার দ্বিতীয় বিয়ে ঠেকাতে গিয়ে মারধরের শিকার জাবির ৬ শিক্ষার্থী

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় সংবাদদাতা

  ০৬ মে ২০১৯, ১৮:১১

সিরাজগঞ্জের তাড়াশে বন্ধুর বাবার দ্বিতীয় বিয়ে ঠেকাতে গিয়ে স্থানীয়দের হাতে মারধরের শিকার হয়েছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের ৬ শিক্ষার্থী। বর্তমানে তারা তাড়াশ থানায় পুলিশ হেফাজতে রয়েছেন।

মারধরের শিকার শিক্ষার্থীরা হলেন, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের রকিবুল হাসান (বাংলা বিভাগ, ৪২ ব্যাচ), নাট্যতত্ত্ব বিভাগের ২য় বর্ষের শিক্ষার্থী আরিফ মেহেদী, রিশা আইরিন, রেদোয়ান মাহফুজ, ক্যামেলিয়া চুঁড়া ও দিপংকর বড়ুয়া।

খোঁজ নিয়ে জানা যায়, সিরাজগঞ্জের তাড়াশ উপজেলার সগুনা ইউনিয়নের সবুজতারা গ্রামের মেয়ে রিশা আইরিন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নাট্যতত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্রী। কয়েকদিন ধরে বাবা মেয়ের সম্পর্ক ভাল যাচ্ছিলো না। এমতাবস্থায় মেয়ের মতামত না নিয়ে বাবা মুক্তিযোদ্ধা আব্দুস সামাদ (৭০) দ্বিতীয় বিয়ে করার সিদ্ধান্ত নেন। রমজানের ছুটিতে রিশা আইরিন বাড়ি যান। এর মধ্যে তার বাবা আব্দুস সামাদ দ্বিতীয় বিয়ের প্রস্তুতি নিতে থাকলে বিষয়টি টের পেয়ে ওই ছাত্রী বাবার বিয়ে ঠেকাতে তার পাঁচ বন্ধুর কাছে সাহায্য চান।

এর প্রেক্ষিতে রোববার সন্ধ্যায় বন্ধুরা তাড়াশে এসে রাতে রিশার বাবার সাথে বিয়ে প্রসঙ্গ নিয়ে তর্কে জড়িয়ে পড়েন। একপর্যায়ে বাকবিতণ্ডা শুরু হলে উত্তেজিত হয়ে রিশার বাবা স্থানীয়দের ডেকে এনে রিশাসহ তার বন্ধুদের মারধর করেন। খবর পেয়ে তাড়াশ থানা পুলিশ রাত ২টার দিকে রিশাসহ ৬ জনকে থানায় নিয়ে আসেন।

তাড়াশ থানার ওসি মোস্তাফিজুর রহমানের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি জানান, আহত শিক্ষার্থীদের স্থানীয় চিকিৎসা কেন্দ্রে চিকিৎসা সেবা দেয়া হয়েছে। পরে শিক্ষার্থীদের নিরাপদে বিশ্ববিদ্যালয়ে পাঠিয়ে দেয়া হয়েছে।

এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আ স ম ফিরোজ উল হাসান বলেন, আমি ঘটনাটি শোনার পরপরেই তাড়াশ থানা পুলিশের সাথে যোগাযোগ করি। পরবর্তীতে আহত শিক্ষার্থীদের ছেড়ে দিয়েছে তাড়াশ থানা পুলিশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
স্বামীর নির্বাচনী প্রচারণায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষিকা!
ক্ষতিপূরণের দাবিতে ৯ বাস আটক করেছেন জাবি শিক্ষার্থীরা
মেলায় জাদু খেলার নামে অশ্লীল নৃত্য, আটক ৫  
সিরাজগঞ্জে গাছে ধাক্কা দিয়ে উড়ে গেল বাসের ছাদ, নিহত ১
X
Fresh