• ঢাকা সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১
logo

পাহাড়ি ঢলে ভেসে গেছে বাবা-ছেলে

স্টাফ রিপোর্টার, সিলেট

  ০২ মে ২০১৯, ১২:২৯

সিলেটের জৈন্তাপুরের লালাখালের সারি নদীতে বুধবার ভোরে পাহাড়ি ঢলে নৌকা ডুবে বাবা ও ছেলে নিখোঁজ রয়েছেন।

নিখোঁজ ব্যক্তিরা হলেন, উপজেলার নিজপাট ইউনিয়নের কালিঞ্জবাড়ি গ্রামের ইসমাইল আলীর ছেলে আলা উদ্দিন (৩৫) ও তার ছেলে সাকিল আহমদ (১২) ।

জানা গেছে, বুধবার ভোরে নৌকা নিয়ে সারি নদীতে কাঠ সংগ্রহ করতে যান বাবা ও ছেলে। ওই সময় পাহাড় থেকে আকস্মিকভাবে ঢল নেমে আসায় তাদের নৌকা তলিয়ে যায়। এরপর থেকে তারা নিখোঁজ রয়েছেন। বুধবার সন্ধ্যা পর্যন্ত তাদের কোনও সন্ধান পাওয়া যায়নি। ধারণা করা হচ্ছে বাবা-ছেলে উভয়ের সলিল সমাধি ঘটেছে।

সারি বেড়িবাঁধ প্রকল্পের অফিস সূত্রে জানা গেছে, বর্তমানে সারি নদীর পানি বিপদসীমার পাঁচ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছে।

এদিকে জৈন্তাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খাঁন মো. মাঈনুল জাকির আরটিভি অনলাইনকে বলেছেন, ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে প্রবল স্রোতের কারণে অভিযান পরিচালনা করতে পারেনি। তবে বাবা ও ছেলের সন্ধানে লোক নিয়োগ করা হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
কুমিল্লায় শিক্ষাপ্রতিষ্ঠানে ‘পানি ঘণ্টা’ চালু
নামছে স্তর, রাজবাড়ীতে কোথাও মিলছে না পানি
‘বিয়ে না করানোয় মাকে কুপিয়ে হত্যা করেন ছেলে’
তীব্র গরমে পানি ও স্যালাইন বিতরণ ওয়েলবিং ফাউন্ডেশনের
X
Fresh