• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে গৃহবধূকে শ্বাসরোধ করে হত্যা, আটক স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ০১ মে ২০১৯, ১৭:০৩
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় সোহেলী বেগম নামে এক গৃহবধূকে শ্বাসরোধে করে হত্যার অভিযোগ পাওয়া গেছে। বুধবার দুপুরে নন্দলালপুর এলাকায় এঘটনা ঘটে।

নিহত গৃহবধূ গোপালগঞ্জ জেলার তিলছড়া গ্রামের ভ্যানচালক সিরাজ সিকদারের মেয়ে ও রাব্বির স্ত্রী।

নিহতের পরিবার জানায়, সোহেলী ও রাব্বি মিয়া নন্দলালপুর এলাকায় অবস্থিত প্রাইম টেক্সটাইলের শ্রমিক। তারা নন্দলালপুর হানিফ মিয়ার বাড়িতে ভাড়া থাকেন। বিয়ের পর থেকে তুচ্ছ ঘটনা নিয়ে তাদের মধ্যে ঝগড়া হতো। রাতে কোনও এক সময় সোহেলীকে শ্বাসরোধ করে হত্যা করে রাব্বি।

ফতুল্লা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম হোসেন জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। নিহতের গলায় ও গালে আঘাতের দাগ রয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে প্রথমে মারধর করে পরে শ্বাসরোধ করে তাকে হত্যা করা হয়। নিহতের স্বামী রাব্বি মিয়াকে আটক করা হয়েছে।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
খাটের ওপর পড়ে ছিল গৃহবধূ, স্বামী ঝুলছিল ওড়নায় 
শিশুকে শ্বাসরোধে হত্যা, সৎ মায়ের যাবজ্জীবন
মাথায় গুলি চালিয়ে আনসার সদস্যের আত্মহত্যার অভিযোগ
X
Fresh