• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

চাঁপাইনবাবগঞ্জে ‘বন্দুকযুদ্ধে’ ১৮ মামলার আসামি বাঘা নিহত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

  ৩০ এপ্রিল ২০১৯, ২০:১৯
ফাইল ছবি

চাঁপাইনবাবগঞ্জের বারঘরিয়া পুলপাড়ায় ২টি হত্যা মামলাসহ ১৮টি মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী বাঘা (৩৫) পুলিশের সঙ্গে বন্দুকযুদ্ধে নিহত হয়েছেন।

আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বারঘরিয়া পুলপাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত বাঘা সদর উপজেলার চুনাখালী গ্রামের মৃত শাহাবুদ্দিনের ছেলে।

বাঘার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি জিয়াউর রহমান জিয়া।

পুলিশ জানায়, চাঁপাইনবাবগঞ্জের চাঞ্চল্যকর আরজু হত্যা মামলাসহ দুটি হত্যা এবং অস্ত্র ও বিস্ফোরকসহ ১৮ মামলার আসামী শীর্ষ সন্ত্রাসী বাঘা দীর্ঘদিন ধরে পলাতক ছিল। গোপন সংবাদের ভিত্তিতে সদর মডেল থানা পুলিশ আজ মঙ্গলবার বিকেল ৪টার দিকে বাঘাকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করে তার সহযোগীদের গ্রেপ্তারের জন্য তাকে নিয়ে পুলপাড়ায় অভিযান চালায়। এসময় তার সহযোগীরা পুলিশের ওপর হামলা চালালে বাঘা পালানো চেষ্টা করে।

এসময় পুলিশ গুলি ছুড়লে বাঘা গুলিবিদ্ধ হন। এ ঘটনায় ৩ পুলিশ সদস্য আহত হন। পরে বাঘাকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করলে সন্ধ্যা ৬টার দিকে চিকিৎসাধীন অবস্থায় বাঘা মারা যান।

সদর মডেল থানার ওসি (অপারেশন) মো. ইদ্রিশ আলী জানান, ঘটনাস্থল থেকে ১টি বিদেশী পিস্তল, ১টি ম্যাগাজিন, ২ রাউন্ড গুলি ও ৪টি হাঁসুয়া উদ্ধার করেছে পুলিশ।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজবাড়ীতে ট্রাক-কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ, চালক নিহত
যুদ্ধবিরতির আলোচনার মধ্যেই গাজায় হামলা, নিহত ৩৪
হবিগঞ্জে ট্রাক ও পিকআপ সংঘর্ষ, নিহত ২
যুক্তরাষ্ট্রে আসামি ধরতে গিয়ে বন্দুক হামলায় ৪ পুলিশ নিহত
X
Fresh