itel
logo
  • ঢাকা সোমবার, ০৬ জুলাই ২০২০, ২২ আষাঢ় ১৪২৭

করোনা আপডেট

  •     গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় মৃত্যু ৪৪ জন, আক্রান্ত ৩২০১ জন, সুস্থ হয়েছেন ৩৫২৪ জন: স্বাস্থ্য অধিদপ্তর

মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে পড়ে শিশুর মৃত্যু

মেহেরপুর প্রতিনিধি
|  ২৯ এপ্রিল ২০১৯, ১৩:২৯ | আপডেট : ২৯ এপ্রিল ২০১৯, ১৪:০০
মেহেরপুরের গাংনী উপজেলায় মোটরসাইকেল আরোহী মায়ের কোল থেকে ছিটকে পড়ে চার মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

রোববার রাতে উপজেলার পোড়াপাড়া বাজারে এই দুর্ঘটনা ঘটে।

শিশুটির নাম আছিয়া আক্তার। সে গাংনী উপজেলার মহিলা কলেজ মোড়ের ব্যবসায়ী মফিজুল ইসলামের মেয়ে।

গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরেন্দ্রনাথ সরকার আরটিভি অনলাইনকে জানান, রোববার রাতে মেহেরপুর শহরে শিশু আছিয়াকে চোখের ডাক্তার দেখিয়ে গাংনীর বাসায় ফিরছিলেন মফিজুল।

মোটরসাইকেলের পেছনে মেয়েকে কোলে নিয়ে বসে ছিলেন মফিজুলের স্ত্রী। পোড়াপাড়া বাজারের কাছে এলে মফিজুলের স্ত্রীর ওড়না মোটরসাইকেলে পেঁচিয়ে যায়। এতে শ্বাস বন্ধ হয়ে মফিজুলের স্ত্রীর অবস্থা যখন মরণপণ তখন শিশুটি মায়ের কোল থেকে ছিটকে পড়ে যায়। শিশুটির মাথাসহ বিভিন্ন স্থানে আঘাত লাগে। পরে মা ও মেয়েকে গুরুতর অবস্থায় মেহেরপুর সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে চিকিৎসকরা শিশুটিকে কুষ্টিয়ায় পাঠায়। পরে অ্যাম্বুলেন্সে কুষ্টিয়ায় নিয়ে যাওয়ার পথে শিশুটির মৃত্যু হয়।

ওসি আরও জানান, এই ঘটনায় নিহত শিশু ও তার পরিবারে শোকের মাতম চলছে।

জেবি/পি

RTVPLUS
corona
দেশ আক্রান্ত সুস্থ মৃত
বাংলাদেশ ১৬৫৬১৮ ৭৬১৪৯ ২০৯৬
বিশ্ব ১১৫৮৪৮৭৪ ৬৫৫২২৯২ ৫৩৭৩৬২
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়
  • দেশজুড়ে এর সর্বশেষ
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়