• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ডাব চুরি করতে গিয়ে গাছে আটকা, ডাকতে হলো ফায়ার সার্ভিস

ভৈরব প্রতিনিধি

  ২৭ এপ্রিল ২০১৯, ২৩:২৯

কিশোরগঞ্জের কুলিয়ারচরে ডাব চুরি করতে গিয়ে নারিকেল গাছে আটকে পরে এক যুবক। তার নাম আনন্দ কুমার দাস। পরে খবর পেয়ে স্থানীয় ফায়ার সার্ভিসের লোকজন তাকে নিচে নামাতে সক্ষম হন।

শনিবার দুপুরে এই ঘটনা ঘটেছে। উদ্ধার হওয়া যুবকের বাড়ি পৌর শহরের দাস পাড়া মহল্লায়।

প্রত্যক্ষদর্শীরা জানায়, দুপুর দেড়টার দিকে কুলিয়ারচর বিএডিসির গোদাম এলাকায় একটি নারিকেল গাছ থেকে ডাব চুরি করতে যায় ওই যুবক। পরে সে নারিকেল গাছ থেকে ডাব পেড়ে নিচে তাকালে আর নামার সাহস পায়নি। এসময় তার হাত পা কাঁপতে দেখে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দেয়। পরে খবর পেয়ে আটকে পড়া আনন্দ নামের এই যুবককে ফায়ার সার্ভিসের একটি ইউনিট এসে প্রায় আধাঘণ্টা চেষ্টার পর উদ্ধার করে।

নিচে নামার পর আনন্দ ডাব চুরি করার কথা স্বীকার করেন। তিনি বলেন, প্রচণ্ড গরম লাগায় গাছ থেকে ডাব পারতে গিয়ে আর নামতে পারছিলাম না।

এই তথ্য নিশ্চিত করেছেন কুলিয়ারচর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার আবুল কালাম।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাজধানীতে সৌদি দূতাবাসের ভেতরে আগুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
শূন্যপদে পল্লী বিদ্যুতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ
বর্ষসেরা ক্রীড়াবিদের তালিকায় শান্ত, ইমরানুর ও রাকিব
X
Fresh