• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

আমদানির সঙ্গে দামও বেড়েছে পেঁয়াজের

হিলি প্রতিনিধি

  ২৬ এপ্রিল ২০১৯, ১৫:৫১
ফাইল ছবি

রমজানকে সামনে রেখে হিলি স্থলবন্দর দিয়ে ভারত থেকে আসা পেঁয়াজের আমদানি বেড়েছে। বন্দরে চাহিদা থাকায় বেড়েছে দামও। দুই দিনের ব্যবধানে বিভিন্ন প্রকারভেদে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে তিন টাকা।

দুইদিন আগে বন্দরে ভারত থেকে আমদানি করা যে পেঁয়াজ বিক্রি হতো ১১ থেকে ১৪ টাকা। আজ সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে ১৪ থেকে ১৬ টাকা দরে।

দাম বাড়ার কারণ হিসেবে আমদানিকারকরা বলছেন, ভারতে নির্বাচনের কারণে সে দেশের মোকামগুলোতে পেঁয়াজের দাম বৃদ্ধি পেয়েছে। সেইসঙ্গে ট্রাকের ভাড়া বেশি হওয়ার কারণেও পেঁয়াজের দাম বাড়ছে।

হঠাৎ করে বন্দরে পেঁয়াজের দাম বেশি হওয়ায় বিপাকে পড়েছেন পাইকাররা।

হিলি কাস্টমস সূত্র জানায়, চলতি সপ্তাহে ভারতীয় ১২৩টি ট্রাকে তিন হাজার ৫০ মেট্রিকটন পেঁয়াজ আমদানি হলেও গতকাল বৃহস্পতিবার ভারতীয় ৪২টি ট্রাকে এক হাজার মেট্রিকটন পেঁয়াজ আমদানি হয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চাল আমদানি না করায় সাশ্রয়ী হয়েছে ডলার 
আখাউড়া স্থলবন্দরে আমদানি-রপ্তানি শুরু
বাংলাবান্ধা স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি ও যাত্রী পারাপার বন্ধ
হিলিতে কমেছে পেঁয়াজ-কাঁচা মরিচের দাম
X
Fresh