• ঢাকা বুধবার, ০৮ মে ২০২৪, ২৫ বৈশাখ ১৪৩১
logo

স্কুলছাত্র মিরন হত্যা মামলায় গ্রেপ্তার দুই

কুমিল্লা প্রতিনিধি

  ২৫ এপ্রিল ২০১৯, ১৪:৫১

কুমিল্লা মর্ডান হাইস্কুলের অষ্টম শ্রেণির ছাত্র মিরন হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার ভোরে চট্টগ্রামের হালিশহর থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন, ফজিলাতুন্নেছা মর্ডান হাইস্কুলের সপ্তম শ্রেণির ছাত্র মো. আমিন ও মো. সৌরভ হোসেন পল্টু।

কুমিল্লা কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু ছালাম মিয়া আরটিভি অনলাইনকে জানান, শবে বরাতের রাতে মিরনকে ছুরিকাঘাত করে হত্যার পর আমিন, পল্টুসহ অন্যান্য আসামিরা পলাতক ছিল। ঘটনার পর পুলিশ অভিযান চালিয়ে এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তুষার আহমেদ রিয়াদ নামে এক কিশোরকে গ্রেপ্তার করে। আজ চট্টগ্রামের হালিশহর থেকে আমিন ও পল্টুকে গ্রেপ্তার করা হয়।

ওসি আরও জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামিরা মিরন হত্যার কথা স্বীকার করেছে। কিছুদিন আগে ক্রীড়া প্রতিযোগিতার অনুষ্ঠানে মিরনের বন্ধু আবিরের সঙ্গে বড় ভাই ছোট ভাই সম্বোধন নিয়ে আমিন ও পল্টুর কথা কাটাকাটি হয়। এর জের ধরেই শবে বরাতের রাতে এই হত্যাকাণ্ডের ঘটনা ঘটে।

গ্রেপ্তারকৃত আমিন ও পল্টুকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রবাসী স্বামীর পরকীয়ার জেরে নোবিপ্রবি ছাত্রীর আত্মহত্যা
জয়পুরহাটে হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ড
দেশে পা রাখা মাত্রই গ্রেপ্তার কুয়েতের সাবেক মন্ত্রী
শিশু সুফিয়াকে ধর্ষণের পর হত্যা, জড়িতদের ফাঁসি চায় এলাকাবাসী
X
Fresh