logo
  • ঢাকা শনিবার, ২১ সেপ্টেম্বর ২০১৯, ৬ আশ্বিন ১৪২৬

ময়মনসিংহে সড়ক দুর্ঘটনায় নিহতরা স্বামী-স্ত্রী ও সহোদর

ময়মনসিংহ প্রতিনিধি
|  ২০ এপ্রিল ২০১৯, ১৫:৩১
ময়মনসিংহ সদর উপজেলায় ট্রাক ও দুটি সিএনজিচালিত অটোরিকশার সংঘর্ষে নিহতদের পরিচয় পাওয়া গেছে।

নিহত ব্যক্তিরা হলেন হলেন, ময়মনসিংহ জেলার ফুলপুর উপজেলার বওলা গ্রামের মোকসেদ আলীর ছেলে ইউনুছ ও কুদ্দুস এবং তারাকান্দা উপজেলার রাইজান গ্রামের মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান (৬২) ও তার স্ত্রী রহিমা খাতুন (৪৫)।

শনিবার বেলা ১১টার দিকে ময়মনসিংহ-শেরপুর সড়কের আলালপুরে এ দুর্ঘটনা ঘটে।

এই দুর্ঘটনার কারণে ময়মনসিংহ-শেরপুর, ময়মনসিংহ-হালুয়াঘাট ও ফুলপুর সড়কে এক ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে।

কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদুল ইসলাম আরটিভি অনলাইনকে জানান, আলালপুর গ্রামে প্রথমে দুটি অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষ হয়। এরপর একটা ট্রাক এসে দুই অটোরিকশার ওপর তুলে দিলে ঘটনাস্থলেই চারজন নিহত হন।

ওসি আরও জানান, আহত অটোরিকশা চালক সাদ্দাম হোসেন ও উজ্জ্বলকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতদের মরদেহ ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়