logo
  • ঢাকা বৃহস্পতিবার, ১৮ জুলাই ২০১৯, ৩ শ্রাবণ ১৪২৬

টেকনাফে মোটরসাইকেল-পিকআপের সংঘর্ষে নিহত ২

টেকনাফ প্রতিনিধি
|  ১৯ এপ্রিল ২০১৯, ১৭:৫৮ | আপডেট : ১৯ এপ্রিল ২০১৯, ১৮:৩১
কক্সবাজারের টেকনাফ উপজেলায় মোটরসাইকেল ও মাছভর্তি মিনি পিকআপের মুখোমুখি সংঘর্ষে রোহিঙ্গাসহ দুই ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় অন্তত ১১ জন আহত হয়েছেন।

শুক্রবার উপজেলার হ্নীলা ইউনিয়নের আলী খালি সৌর বিদ্যুৎ এলাকায় এ দুর্ঘটনা  ঘটে।

নিহতরা হলেন হোয়াইক্যং ইউনিয়নের ঝিমংখালী গ্রামের আবু সামার ছেলে গুরা মিয়া (৪৫) ও বালুখালী ক্যাম্পের আব্দুল হকের ছেলে মো. আয়াজ (১৫)।

তাৎক্ষণিকভাবে আহতদের নাম-পরিচয় জানা যায়নি। আহতদের টেকনাফসহ বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন হতাহতের সংখ্যা বাড়তে পারে।

হোয়াইক্যং হাইওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোর্শেদুল আলম চৌধুরী জানান, হ্নীলা ইউনিয়নের আলী খালি সৌর বিদ্যুৎ এলাকায় মাছভর্তি পিকআপ ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মোটরসাইকেলের দুই আরোহী নিহত হন। এছাড়া পিকআপে থাকা ১১ জন আহত হয়েছেন। তাদের মধ্যে বেশ কয়েকজন গুরুতর জখম হয়েছেন।

তিনি আরও জানান, দুর্ঘটনা কবলিত মোটরসাইকেল ও পিকআপটিকে পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে।

জেবি

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়