• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঝিনাইদহে গাছের ডাল কাটা নিয়ে সংঘর্ষে নিহত ১

ঝিনাইদহ প্রতিনিধি

  ১৭ এপ্রিল ২০১৯, ১১:৫৬

ঝিনাইদহের শৈলকুপা উপজেলায় গাছের ডাল কাটা নিয়ে দুই পক্ষের সংঘর্ষে রতন মণ্ডল (৪০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ছয়জন।

বুধবার সকালে উপজেলার বসন্তপুর গ্রামে এই ঘটনা ঘটে। নিহত রতন মণ্ডল ওই গ্রামের রায়হান মণ্ডলের ছেলে।

আহতরা হলেন, একই গ্রামের তৈয়ব আলী, সেকেন মণ্ডল, কবির মণ্ডল, দুলাল মণ্ডল, বাচ্চু মণ্ডল ও আনোয়ার হোসেন মণ্ডল।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সন্ধ্যায় প্রচণ্ড ঝড়ের সময় সেকেন্দারের একটি গাছের ডাল তার চাচাতো ভাই ওলিয়ার রহমানের বাথরুমের ওপর পড়ে। বুধবার সকালে সেই গাছের ডাল কাটাকে কেন্দ্র করে দুই ভায়ের মধ্যে তর্কবিতর্ক হয়। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষ বেধে যায়। এসময় ধারালো অস্ত্রের আঘাতে রতন মণ্ডল গুরুতর আহত হন। পরে তাকে উদ্ধার করে পরিবারের লোকজন শৈলকুপা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত বলে জানান। আহত হন ছয়জন। তাদের একই স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।

শৈলকুপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী আয়ূবুর রহমান জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়। ফের সংঘর্ষ এড়াতে পুলিশ মোতায়েন করা হয়েছে।

মরদেহ উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
ডিএসসিসির ময়লার গাড়িচাপায় কিশোর নিহত
দক্ষিণ আফ্রিকায় ডাকাতের হামলায় বাংলাদেশি ব্যবসায়ী নিহত
X
Fresh