• ঢাকা মঙ্গলবার, ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১
logo

জয়পুরহাটে মাদরাসাছাত্র হত্যায় দুইজনের যাবজ্জীবন

জয়পুরহাট প্রতিনিধি

  ১১ এপ্রিল ২০১৯, ১৬:২৭

জয়পুরহাটে হত্যা মামলার রায়ে দুজনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা এবং জরিমানার টাকা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার দুপুরে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক এ বি এম মাহমুদুল হক ওই রায় ঘোষণা করেন।

সাজাপ্রাপ্ত ওই দুইজন হলেন সদর উপজেলার আরজী গ্রামের নুর আলম ও নওগাঁ জেলার বদলগাছী উপজেলার গোদাগাড়ী গ্রামের মাহবুব আলম। রায় ঘোষণার পর তাদের পুলিশের কড়া পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়।

মামলার আরজি ও আদালত সূত্রে জানা গেছে, ধলাহার মাদরাসার পঞ্চম শ্রেণির ছাত্র নুরুন্নবী ২০০৭ সালের দুই নভেম্বর রাতে নিখোঁজ হয়। নিখোঁজের পরদিন তিন নভেম্বর ওই মাদরাসার পেছন থেকে পুলিশ তার মরদেহ উদ্ধার করে। এ ঘটনায় নুরুন্নবীর বাবা আয়েজ উদ্দীন বাদী হয়ে নুর ও মাহবুবকে আসামি করে মামলা দায়ের করেন। পরে দীর্ঘ শুনানি শেষে আদালত এ রায় দেন।

জয়পুরহাট নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতের পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট ফিরোজা চৌধুরী দুজনকে যাবজ্জীবন দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে দুর্বৃত্তের ছুরিকাঘাতে ছাত্রলীগ নেতা নিহত
শ্বাসরোধে সন্তান হত্যার পর নাটক সাজান মা
শিশু হত্যার দায়ে সম্ভাব্য যুদ্ধাপরাধে অভিযুক্ত ইসরায়েল
রোহিঙ্গা গণহত্যা মামলায় ওআইসির সহযোগিতা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী 
X
Fresh