• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বঙ্গোপসাগরে পাঁচ ফিশিং ট্রলারডুবি, নিখোঁজ ১৪

টেকনাফ প্রতিনিধি

  ১১ এপ্রিল ২০১৯, ০৯:২৩

কক্সবাজারের সেন্টমার্টিনের অদূরে বঙ্গোপসাগরে ফিশিং ট্রলারডুবির ঘটনা ঘটেছে।

গতকাল বুধবার (১০ এপ্রিল) দুপুরে বৈরী হাওয়ায় উত্তাল ঢেউয়ের আছড়ে পাঁচটি ট্রলার ডুবে যায়। এ ঘটনায় মাঝিমাল্লাসহ ১৪ জন নিখোঁজ রয়েছেন বলে জানান ট্রলার মালিকরা।

জানা যায়, বুধবার সকালে টেকনাফের শাহপরীরদ্বীপ ও সেন্টমার্টিনের একাধিক ট্রলার সাগরে মাছ শিকার করতে যায়। দুপুরের দিকে হঠাৎ আবহাওয়া খারাপ হলে বাতাসের গতিবেগ বেড়ে গিয়ে সাগরে উত্তাল ঢেউয়ের সৃষ্টি হয়। এসময় ট্রলারগুলো কূলে ফিরে আসার পথে পাঁচটি ট্রলার সাগরে ডুবে যায়।

ডুবে যাওয়া ট্রলার মালিকরা হলেন- শাহপরীরদ্বীপের মো. জুবাইর, মো. আব্দুল্লাহ, বদিউল আলম, কবির ও জহির আহমদ।
তাদের পাঁচটি ট্রলারের ৩২ জন মাঝিমাল্লার মধ্যে সন্ধ্যা পর্যন্ত ১৮ জন জেলে সাঁতরে কূলে ফিরতে আসতে পারলেও ১৪ জন জেলে নিখোঁজ বলে জানা যায়।

ট্রলার মালিক মো. জহির আহমদ আরটিভি অনলাইনকে বলে, গত মঙ্গলবার ও বুধবার ভোরে আমার একটি ট্রলারসহ বেশ কয়েকটি ট্রলার সমুদ্রে মাছ ধরতে যায়। এসময় হঠাৎ বাতাসে উত্তাল ঢেউয়ে আমার ট্রলারসহ আরও চারটি ট্রলার সমুদ্রে ডুবে যায়। আমরা এখন আমাদের ট্রলারের চেয়ে মাঝি মাল্লাদের উদ্ধারের জন্য চেষ্টা করে যাচ্ছি।

টেকনাফ কোস্টগার্ড স্টেশন কমান্ডার লে. কমান্ডার ফয়েজুল ইসলাম মণ্ডল বলেন, ট্রলার ডুবির বিষয়টি শুনেছি। এ ব্যাপারে বিস্তারিত খোঁজখবর নেয়া হচ্ছে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ট্রলারডুবি : কনস্টেবলসহ দুজনের মরদেহ উদ্ধার
আরও ৩ জনের মরদেহ উদ্ধার, এখনও নিখোঁজ ৩
মেঘনায় ট্রলারডুবি : দ্বিতীয় দিনের উদ্ধার কার্যক্রম শুরু 
মেঘনায় ট্রলারডুবি : নিখোঁজ মা-মেয়ের মরদেহ উদ্ধার
X
Fresh