logo
  • ঢাকা শুক্রবার, ১৮ অক্টোবর ২০১৯, ২ কার্তিক ১৪২৬

ঝড়ে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

স্টাফ রিপোর্টার, মানিকগঞ্জ
|  ০৯ এপ্রিল ২০১৯, ১৯:০৮ | আপডেট : ০৯ এপ্রিল ২০১৯, ১৯:৫৪
ঝড়ের কারণে পাটুরিয়া-দৌলতদিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ। 

আজ মঙ্গলবার বিকেল সাড়ে ৫টা থেকে চলাচল বন্ধ রাখা হয়।

বিআইডব্লিউটিসি আরিচা অঞ্চলের সহকারী মহাব্যবস্থাপক নাসির হোসেন চৌধুরী আরটিভি অনলাইনকে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, যেকোনো ধরণের দুর্ঘটনা এড়াতে সব ধরণের নৌযান চলাচল বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। 

এদিকে, আরিচা কাজিরহাট নৌপথেও নৌযান চলাচল বন্ধ রাখা হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক হলে নৌযান চলাচল শুরু হবে বলে জানান তিনি।

এসএস

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়