• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রূপপুরে মদপানে রাশিয়ান নাগরিকের মৃত্যু, অসুস্থ আরও ৩

পাবনা প্রতিনিধি

  ০৭ এপ্রিল ২০১৯, ১৩:৪৩

মদপান করে ঈশ্বরদীতে নির্মাণাধীন রূপপুর পারমাণবিক বিদ্যুৎ প্রকল্পে কর্মরত দিমিত্রি (৪১) নামের এক রাশিয়ান নাগরিকের মৃত্যু হয়েছে। গুরুতর অসুস্থ অবস্থায় মিখাইল, বারকোলভ আলেকজান্ডার ও লোগোচেভ লেব ভ্লাদিমিরোচেভ নামের আরও তিনজনকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

ঈশ্বরদী থানার অফিসার ইনচার্জ বাহাউদ্দিন ফারুকী এই তথ্য নিশ্চিত করে আরটিভি অনলাইনকে জানান, শনিবার রাত ৮টার দিকে প্রকল্পের আবাসন গ্রিন সিটির ৫ নম্বর ভবনের ১২তলার ১২১ নম্বর ফ্লাটে ওই ৪ জন একসঙ্গে বসে মদ পান করছিলেন। মদ খেয়ে সবাই পেট ও বুকের ব্যথায় অসুস্থ হয় এবং এক পর্যায়ে অজ্ঞান হয়ে পড়ে। পরে তাদের দ্রুত ঈশ্বরদী হাসপাতালে ভর্তি করা হয়। ঈশ্বরদী হাসপাতালে তাদের অবস্থার উন্নতি না হলে রাত সাড়ে আটটার দিকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়। রাজশাহী হাসপাতালে মধ্যরাতে চিকিৎসক দিমিত্রিকে মৃত ঘোষণা করেন।

অপর তিন জনের অবস্থাও আশঙ্কাজনক বলেও জানান ওসি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মৃত্যুর দু’বছর পর দেশে ফিরছে ২ প্রবাসীর মরদেহ
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh