• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

স্কুলের ছাদ ভেঙে তৃতীয় শ্রেণির শিক্ষার্থী নিহত, আহত ৩

বরগুনা প্রতিনিধি

  ০৬ এপ্রিল ২০১৯, ১৫:০৯

বরগুনার তালতলী উপজেলায় একটি সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভিম ভেঙে এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আহত হয়েছে আরও তিনজন।

শনিবার বেলা ১২টার দিকে উপজেলার ছোটবগী পিকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এই দুর্ঘটনা ঘটে।

নিহত স্কুলছাত্রীর নাম মানসুরা বেগম (৮)। সে পচাকোড়ালিয়া ইউনিয়নের গেন্ডামারা গ্রামের নজির হোসেন তালুকদারের মেয়ে।

আহতদের মধ্যে দুইজনের নাম জানা গেছে। তারা হলো রুমা আক্তার ও ইসমাইল হোসেন। তাদেরকে তালতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বিদ্যালয়টির সিনিয়র শিক্ষক জাকির হোসেন চুন্নু আরটিভি অনলাইনকে জানান, তিন কক্ষের একতলা বিদ্যালয় ভবনটি ২০০২ সালে নির্মাণ করা হয়। ভবনটি নির্মাণ করেন বরগুনা-১ আসনের সাবেক সংসদ সদস্য মতিয়ার রহমান তালুকদারের ভাগ্নে সেতু এন্টারপ্রাইজের মালিক আবদুল্লাহ আল মামুন। ভবনটি নির্মাণের এক বছরের মধ্যেই গ্রেড ভিমে ফাটল ধরেছিলো।শনিবার ক্লাস চলাকালে বেলা সাড়ে বারোটার দিকে গ্রেড ভিম ভেঙে চারজন শিক্ষার্থী আহত হয়। তাদের মধ্যে মাথায় আঘাতপ্রাপ্ত শিক্ষার্থী মানসুরা বেগমকে হাসপাতালে নেওয়ার আগেই মারা যায়।

আমতলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল বাশার ঘটনার সত্যতা স্বীকার করে জানিয়েছেন, নিহত মানসুরার মরদেহ আমতলী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রয়েছে। আহতরাও ভর্তি আছে। তবে তারা অনেকটা শঙ্কামুক্ত।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিটস্ট্রোকে স্কুলছাত্রীর মৃত্যু
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
স্বামীর মৃত্যুর পর নিজেকে শেষ করে দিতে চেয়েছিলেন বিদ্যা
যুক্তরাষ্ট্রের প্রভাব থাকলে মৃত্যু হতে পারে ইউরোপের : ম্যাক্রোঁ
X
Fresh