• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় বহুতল ভবনে ভয়াবহ আগুন

নওগাঁ প্রতিনিধি

  ০১ এপ্রিল ২০১৯, ১৬:৫৪

নওগাঁ শহরের ডাবপট্টি এলাকার একটি বহুতল ভবনে ভয়াবহ আগুন লেগেছে। ফায়ার সার্ভিসের ৩টি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজ করছে।

স্থানীয়রা জানান, বেলা পৌনে ৩টার দিকে ওই ভবনের ৪ তলায় ধোঁয়ার কুণ্ডলী দেখা যায়। মুহূর্তের মধ্যেই সেটি পুরো ৪ তলা জুড়ে ছড়িয়ে পড়ে। কিভাবে আগুনের সূত্রপাত তা এখনও নিশ্চিত করে কেউ বলতে পারছেন না। ভবনটি স্থানীয় ব্যবসায়ী মজনু রহমানের। ভবনের বিভিন্ন তলায় প্লাস্টিকের গুদাম রয়েছে।

আগুনের সংবাদ পেয়ে নওগাঁ জেলা প্রশাসক মিজানুর রহমান, নওগাঁ পুলিশ সুপার ইকবাল হোসেন, নওগাঁ সদর আসনের সংসদ সদস্য ব্যারিস্টার নিজাম উদ্দিন জলিল জন ঘটনাস্থলে যান এবং পরিদর্শন করেন। প্রায় ১ ঘণ্টা চেষ্টার পর ৩টি ফায়ার সার্ভিসের ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে।

রাজশাহী ফায়ার সার্ভিসের কন্ট্রোল রুমের দায়িত্বরত উজ্জ্বল আলী জানান, দুপুরে আগুনের সূত্রপাত হয়েছে। ধারণা করা হচ্ছে প্লাস্টিকের গুদাম থেকে আগুন লেগেছে।

এদিকে আগুন নিভানোর কাজে নিয়োজিত ২ জন ফায়ারসার্ভিস কর্মী আহত হন। তবে ভবনটিতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যে কারণে ফায়ার সার্ভিসের গাড়িতে হামলা
দিনাজপুরে দশ মাইলে পেট্রোল পাম্পে আগুন
রাজধানীতে পুলিশ ক্যাম্পে আগুন
প্রাইভেটকারে আগুন লেগে কৃষক লীগ নেতাসহ নিহত ২
X
Fresh