• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

র‌্যাবের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ দুই জলদস্যু নিহত

কক্সবাজার প্রতিনিধি

  ২৭ মার্চ ২০১৯, ১০:০৬

কক্সবাজারের পেকুয়া উপজেলায় র‌্যাবের সঙ্গে কথিত ‘বন্দুকযুদ্ধে’ দুজন নিহত হয়েছেন।

বুধবার ভোরে উপজেলার মগনামা লঞ্চঘাট এলাকায় এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তিদের পরিচয় জানা যায়নি। ঘটনাস্থল থেকে আটটি বন্দুক ও ২০টি গুলি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৭ এর কক্সবাজার ক্যাম্পের অধিনায়ক মেজর মেহেদি হাসান জানান, মগনামা লঞ্চঘাট এলাকায় জলদস্যুরা অবস্থান করছে এমন খবর পেয়ে ভোরে ঘটনাস্থলে যায় র‌্যাব। র‌্যাবের উপস্থিতি টের পেয়ে জলদস্যুরা গুলি ছোড়ে। আত্মরক্ষার্থে র‌্যাবও পাল্টা গুলি করলে জলদস্যুরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থলে অজ্ঞাত দুজনের গুলিবিদ্ধ মরদেহ পড়ে থাকতে দেখা যায়।

মেজর মেহেদি হাসান আরও জানান, নিহতদের মরদেহ ঘটনাস্থল থেকে উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।

আরো পড়ুন:

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হবিগঞ্জে সড়ক দুর্ঘটনা : নিহত ৪ জনের দাফন সম্পন্ন
কামারখন্দে বয়লার বিস্ফোরণে শ্রমিক নিহত, আহত ২ 
পাকিস্তানে বাস উল্টে নিহত অন্তত ২০
দাঁড়িয়ে থাকা ট্রাকে পিকআপের ধাক্কা, নিহত ২ 
X
Fresh