• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রাজধানীতে বাসচাপায় বিইউপির ছাত্র নিহত, সড়ক অবরোধ

আরটিভি অনলাইন রিপোর্ট

  ১৯ মার্চ ২০১৯, ০৯:১৬
দুর্ঘটনার পর প্রগতি সরণিতে উৎসুক জনতা ও শিক্ষার্থীরা মিলে সড়ক অবরোধ করে, ছবি: সংগৃহীত

রাজধানীর প্রগতি সরণিতে বাসচাপায় বাংলাদেশ ইউনিভার্সিটি অব প্রফেশনালস (বিইউপি) এর এক ছাত্র নিহত হয়েছেন। এ ঘটনার পর থেকে শিক্ষার্থীরা রাস্তা অবরোধ করে বিক্ষোভ করছেন।

নিহত শিক্ষার্থীর নাম আবরার আহমেদ চৌধুরী।মঙ্গলবার সকাল ৮টার দিকে প্রগতি সরণির নর্দ্দা এলাকায় এ ঘটনা ঘটে।

পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, শিক্ষার্থীদের বহনকারী বিইউপির একটি বাস সকালে যমুনা ফিউচার পার্কের সামনে দাঁড়িয়ে ছিল। সকাল সাড়ে সাতটার দিকে আবরার বাসে উঠতে যাচ্ছিলেন। এ সময় পাশে থাকা গাজীপুরগামী সুপ্রভাত পরিবহনের একটি বাস তাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও এলাকাবাসী সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন।

রাস্তা অবরোধের কারণে প্রগতি সরণিতে যান চলাচল বন্ধ রয়েছে এবং ব্যাপক জানযটের সৃষ্টি হয়েছে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে গুলশান থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আরটিভি অনলাইনকে বলেন, ঘাতক সুপ্রভাত বাসের চালক ও হেল্পারকে আটক করে বাসটি জব্দ করেছে গুলশান থানা পুলিশ।

২০১৮ সালের আগস্ট মাসে ‘নিরাপদ সড়ক চাই’ ফ্রেম ব্যবহার করে ফেসবুকে এই প্রোফাইল ছবিটি দিয়েছিলেন আবরার

উল্লেখ্য, সড়কের শৃঙ্খলা রক্ষায় রাজধানীতে গত রোববার থেকে শুরু হয়েছে ৫ম বারের মতো ট্র্যাফিক সপ্তাহ। এরইমধ্যে বাসচাপায় একজন শিক্ষার্থীর মৃত্যু হলো।

পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ঘুমের মধ্যে স্বামীর গোপনাঙ্গ কাটলেন প্রথম স্ত্রী
যুক্তরাষ্ট্রের বিশ্ববিদ্যালয়ে বাংলাদেশি শিক্ষার্থী বহিষ্কার
শনিবার ১২ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
X
Fresh