• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

বিলুপ্তপ্রায় জোড়া নীলগাইয়ের একটির মৃত্যু

দিনাজপুর প্রতিনিধি

  ১৭ মার্চ ২০১৯, ০৯:৪৫
ফাইল ছবি

এক অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনায় দিনাজপুরের রামসাগর জাতীয় উদ্যানের নারী নীলগাইটির মৃত্যু হয়েছে।

শনিবার সন্ধ্যা ৭টার দিকে নারী নীলগাইটির মৃত্যু হয়। ফলে বাংলাদেশে বিলুপ্ত নীলগাইয়ের বংশ বৃদ্ধির সব স্বপ্ন স্বপ্নই থেকে গেল।

২০১৮ সালের ৫ সেপ্টেম্বর ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈল থেকে একটি নারী নীলগাই উদ্ধার করা হয়। এরপর চলতি বছরের ২২ জানুয়ারি নওগাঁ জেলার মান্দা উপজেলার থেকে আরেকটি পুরুষ নীলগাই উদ্ধার হয়। বাংলাদেশে বিলুপ্ত এই প্রাণীর বংশ বৃদ্ধির বিষয়টি বিবেচনা করে বিভিন্ন প্রক্রিয়া শেষে নীলগাই দু’টিকে দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানের চিড়িয়াখানায় রাখা হয়।
------------------------------------
আরো পড়ুন: ধর্ষকের বাড়ি পোড়ালো উত্তেজিত জনতা
------------------------------------
গতকাল শনিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে নীলগাই দু’টি খেলা করার সময় ছুটোছুটির একপর্যায়ে নারী নীলগাইটি চিড়িয়াখানার নেটের সঙ্গে ধাক্কা খেয়ে ছিটকে মাটিতে পড়ে যায়। এতে নীলগাইটির বুকে প্রচণ্ড ব্যথা পায়। ঘটনার পর পর কর্তৃপক্ষ চিকিৎসার ব্যবস্থা করে। কিন্তু নীলগাইটিকে বাঁচানো যায়নি।

দিনাজপুর রামসাগর জাতীয় উদ্যানের কিউরেটর (তত্ত্বাবধায়ক) একেএম আব্দুস সালাম তুহিন নারী নীলগাইটির মৃত্যুর খবর নিশ্চিত করে জানান, ময়নাতদন্ত করে নীলগাইটির মৃত্যুর প্রকৃতকারণ নিশ্চিত করা হবে।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে তীব্র গরমে বিপাকে নিম্ন আয়ের মানুষ
দেবোত্তর সম্পত্তি রক্ষায় আইন করা হচ্ছে: ভূমিমন্ত্রী
দিনাজপুরে বিএনপির ৫ নেতা বহিষ্কার
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh