• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

পুনর্বাসন না করে হকার উচ্ছেদের প্রতিবাদ শ্রমিকদের

আরটিভি অনলাইন রিপোর্ট

  ০৩ মার্চ ২০১৯, ১৫:০১

দফায় দফায় হকার উচ্ছেদ না করে হকারদের পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে। রোববার বেলা ১২টার পর থেকে এই দাবিতে বাংলাদেশ হকার্স ইউনিয়ন জাতীয় প্রেসক্লাবের সামনে রাস্তা বন্ধ করে মানববন্ধন করেন।

এতে জাতীয় প্রেসক্লাবের সামনে যানজটের সৃষ্টি হয়। এদিকে রাস্তা বন্ধ করে প্রতিবাদ সমাবেশের কারণে প্রেসক্লাব থেকে মতিঝিল পর্যন্ত তীব্র যানজট সৃষ্টি হয়েছে।

প্রতিবাদ সমাবেশে হকারদের পক্ষ থেকে জানানো হয়, পুনর্বাসন না করে উচ্ছেদ করা যাবে না। একইসঙ্গে হকারদের গ্রেপ্তার ও হয়রানি বন্ধ করতে হবে।

এছাড়া প্রতিবাদ সমাবেশে জীবিকা সুরক্ষা আইন পাস করার দাবি জানান তারা।

হকার নেতারা বলেন, অন্ন, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা ও বাসস্থান এ পাঁচটি মৌলিক চাহিদা পূণর করা রাষ্ট্রের দায়িত্ব। যদি এটি পূরণ করতে না পারেন তাহলে হকার উচ্ছেদ করা যাবে না।

হকারদের সমাবেশে উপস্থিত ছিলেন বাংলাদেশ হকার্স ইউনিয়নের উপদেষ্টা মনজুরুল আহসান খান, সংগঠনের সভাপতি আবুল হাশেম দবীরসহ রাজধানীর বিভিন্ন এলাকার হকাররা।

আরসি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
বিতর্কিত ক্যাচ নিয়ে মুশফিকের নীরব প্রতিবাদ
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
ট্রেনের ভাড়া বৃদ্ধির প্রতিবাদে কুড়িগ্রামে মানববন্ধন
এফডিসিতে সাংবাদিকদের ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন
X
Fresh