• ঢাকা শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১
logo

খাগড়াছড়িতে কলেজছাত্রকে গুলি করে হত্যা

খাগড়াছড়ি প্রতিনিধি

  ১৯ ফেব্রুয়ারি ২০১৯, ২০:২৬

খাগড়াছড়িতে তুষার চাকমা (১৯) নামে এক কলেজ ছাত্রকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে জেলা শহরের নারানখাইয়া এলাকায় এই ঘটনা ঘটে।

তুষার খাগড়াছড়ি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বলে জানা গেছে। পাশাপাশি তিনি ব্যাটারি চালিত ইজিবাইক চালাত। নিহত তুষার লক্ষীছড়ি উপজেলার বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানান, শহরের নারানখাইয়া এলাকায় জিনা ইঞ্জিনিয়ারিং নামে একটি দোকানে কয়েকজনের সঙ্গে বসে গল্প করছিলেন তুষার। এসময় ৭/৮ জনের একদল অস্ত্রধারী এসে পরিচয় জানতে চায় তার। তুষার পরিচয় দেয়ার পর ওয়ার্কশপ সংলগ্ন স্থানীয় সরকার অধিদপ্তরের(এলজিইডি) কার্যালয়ের দ্বিতীয় গেইটের পাশে এনে তাকে গুলি করে পালিয়ে যায় অস্ত্রধারীরা।

খাগড়াছড়ি সদর থানার ওসি সাহাদাত হোসেন টিটো ঘটনার সত্যতা নিশ্চিত করে আরটিভি অনলাইনকে বলেন, কে বা কারা এই ঘটনা ঘটিয়েছে তা এখনো জানা যায়নি। মরদেহ ময়নাতদন্ত শেষে পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এদিকে এই ঘটনার জন্য এমএন লারমার নেতৃত্বাধীন পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকে দায়ী করেছে প্রসীত খীসার ইউপিডিএফ। তবে নিজেদের সংশ্লিষ্টতা অস্বীকার করেছে সংগঠনটি।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ধর্ষণ ও ভ্রূণ হত্যা: সেই ছাত্রলীগ নেতাকে দল থেকে অব্যাহতি
রায় নিয়ে যা বললেন যাবজ্জীবন দণ্ড পাওয়া আজিজ মোহাম্মদ ভাই
কথা-কাটাকাটির জেরে স্ত্রীকে কুপিয়ে হত্যা, স্বামী আটক 
স্ত্রীর ওপর অভিমানে দুবাই প্রবাসীর আত্মহত্যা
X
Fresh