• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শিমুলিয়া-কাঁঠালবাড়ী রুটে ফেরি চলাচল বন্ধ

মাদারীপুর প্রতিনিধি

  ১৮ ফেব্রুয়ারি ২০১৯, ০৯:৫১

হঠাৎ ঘন কুয়াশার কারণে রোববার দিনগত রাত ৪টা থেকে মুন্সীগঞ্জের লৌহজংয়ের শিমুলিয়া ও মাদারীপুরের শিবচরের কাঁঠালবাড়ী নৌপথে ফেরি চলাচল বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে দুই ঘাটে পারাপারের অপেক্ষায় আটকা পড়েছে যানবাহন।

বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন সংস্থার (বিআইডব্লিউটিসি) কাঁঠালবাড়ী ঘাটের ব্যবস্থাপক আব্দুস সালাম মিয়া জানান, ভোর রাতের দিকে হঠাৎ করেই কুয়াশা পড়তে শুরু করে। কুয়াশার পরিমাণ বেড়ে গেলে নৌরুটের দিক-নির্দেশনামূলক বাতি অস্পষ্ট হয়ে যায়। এ সময় ফেরির চালকরা দিক নির্ণয়ে ব্যর্থ হলে দুর্ঘটনা এড়াতে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।

তিনি আরও বলেন, রাতে চলাচলরত বেশ কয়েকটি ফেরি পদ্মা নদীর বিভিন্ন স্থানে নোঙর করে আছে। এ ছাড়া শিবচর-কাঁঠালবাড়ী ঘাটে পরিবহন লোড করে আছে কয়েকটি ফেরি। ঘাট এলাকাতেও পরিবহনের সিরিয়াল রয়েছে।

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
পরিত্যক্ত নলকূপের পাইপে আটকা প্রতিবন্ধী যুবক
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
দুই স্বর্ণ ব্যবসায়ীর অত্যাচারে অতিষ্ঠ হয়ে চাঁদপুরে বাজুসের মানববন্ধন
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh