• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ ডাকাত নিহত

মুন্সীগঞ্জ প্রতিনিধি

  ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১২:৪৩

মুন্সীগঞ্জ সদর উপজেলার মহাকালী ইউনিয়নের তালেশ্বর এলাকার ব্রিজের নিচে পুলিশের সঙ্গে ‘বন্দুকযুদ্ধে’ এক ব্যক্তি নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহত ব্যক্তি নৌ ডাকাত দলের সদস্য ছিলেন। গতকাল শনিবার দিবাগত রাত দুইটার দিকে এই ঘটনা ঘটে।

নিহত ব্যক্তির নাম হুমায়ুন বেপারী (৩০)। তিনি সদর উপজেলার কালিরচর গ্রামের মৃত মোহন বেপারীর ছেলে।

এ ঘটনায় পুলিশ সদস্য এসআই দেবাশীষ কুণ্ডু ও এএসআই মিনহাজ আহত হয়েছেন। তারা মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন আছেন।

পুলিশ জানায়, একটি বিদেশি পিস্তল, তিন রাউন্ড গুলি, রামদা ও চাপাতি জব্দ করা হয়েছে।

মুন্সীগঞ্জ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মো. আলমগীর হোসাইন আরটিভি অনলাইনকে জানিয়েছেন, শনিবার রাত দুইটার দিকে গ্রেপ্তারকৃত হুমায়ুনকে নিয়ে উপজেলার তালেশ্বর এলাকায় অস্ত্র উদ্ধারে যায় পুলিশ।

এসময় তালেশ্বর ব্রিজের নিচে আগে থেকে উৎ পেতে থাকা ডাকাত দলের সদস্যরা পুলিশকে লক্ষ্য করে গুলি ছোড়ে হুমায়ুনকে ছিনিয়ে নেয়ার চেষ্টা করে। পুলিশও আত্মরক্ষার্থে পাল্টা গুলি ছোড়ে। একপর্যায়ে ডাকাত দল পিছু হটে।

এসময় ঘটনাস্থলে গুরুতর আহত অবস্থায় হুমায়ুন ব্যাপারীকে পড়ে থাকতে দেখা যায়। তাকে উদ্ধার করে মুন্সীগঞ্জ সদর হাসপাতালে নিয়ে আসা হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত হুমায়ুনের বিরুদ্ধে থানায় ছয়টি মামলা আছে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ফুটবল খেলা নিয়ে প্রতিপক্ষের হামলা, যুবক নিহত
বাসাভাড়া নিয়ে গরু ডাকাতির পরিকল্পনা করে ওরা! 
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক নিহত
X
Fresh