• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

শিক্ষকসহ প্রশ্নপত্র ফাঁস চক্রের ২ সদস্যকে গ্রেপ্তার

গাজীপুর প্রতিনিধি

  ০১ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:০০

গাজীপুরের শ্রীপুর উপজেলা থেকে প্রশ্নপত্র ফাঁস চক্রের দুই সদস্যকে আটক করেছে র‌্যাব-১।

বৃহস্পতিবার রাত সাড়ে ১১টার দিকে উপজেলার যোগীরসিট এলাকা থেকে তাদের আটক করা হয়।

গ্রেপ্তারকৃত রফিকুল ইসলাম ও মো. আকরাম হোসেনের বাড়ি জেলার যোগিরছিট এলাকায়।

গাজীপুরের পোড়াবাড়ী র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)-১ ক্যাম্পের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট কমান্ডার আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের কাছ থেকে উদ্ধারকৃত মোবাইল ফোন বিশ্লেষণ করে সামাজিক যোগাযোগ মাধ্যম হোয়াটসঅ্যাপ ও ফেসবুকে আগামীকালের এসএসসি পরীক্ষার প্রশ্নপত্র ফাঁসের ব্যাপারে বিভিন্ন সংশ্লিষ্টতা পাওয়া গেছে।

জানা যায়, আটক রফিকুল গাজীপুর ভাওয়াল বদরে আলম কলেজের অনার্স চতুর্থবর্ষের ছাত্র। পাশাপাশি তার নিজস্ব কোচিং সেন্টার পরিচালনা এবং শিক্ষকতা করে আসছিলেন। তিনি ২০১৭ সালে বিভিন্ন ফেসবুক আইডি খুলে প্রশ্নপত্র ফাঁস সংক্রান্ত কার্যক্রম শুরু করেন। অপরদিকে, আকরাম ২০১৮ সালে এসএসসি পাস করে ওই বছর রফিকুলের ফেসবুক আইডি থেকে অনলাইনে প্রশ্নফাঁসের কাজে যুক্ত হন।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নোয়াখালীতে ইয়াবাসহ গৃহবধূ গ্রেপ্তার 
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা উধাও, গ্রেপ্তার ৩
X
Fresh