logo
  • ঢাকা শনিবার, ২৪ আগস্ট ২০১৯, ৯ ভাদ্র ১৪২৬

প্রাইভেটকার উল্টে এক পরিবারের ৩ জন নিহত

ময়মনসিংহ প্রতিনিধি
|  ৩১ জানুয়ারি ২০১৯, ১১:৪৬ | আপডেট : ৩১ জানুয়ারি ২০১৯, ১৩:৩১
ময়মনসিংহের শেরপুর সড়কের উপজেলায় প্রাইভেটকার উল্টে একই পরিবারের তিনজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও তিনজন।

bestelectronics
আজ বৃহস্পতিবার ভোরে ফুলপুর-শেরপুর আঞ্চলিক সড়কের আলালপুরে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- হামিদ মেম্বার (৬০) ও তার স্ত্রী সাহেরা বেগম (৫৫) এবং শফিকুল ইসলাম (৪০)। তাদের সবার বাড়ি শেরপুরে বলে জানা গেছে।

কোতোয়ালি থানার ওসি মাহমুদুল ইসলাম জানান, একটি  প্রাইভেটকারে ছয়জন ঢাকায় যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে প্রাইভেটকারটি উল্টে যায়। এতে ঘটনাস্থলেই একই পরিবারের তিনজনের মৃত্যু হয়। এসময় আহত হন বাকি তিনজন। 

তিনি আরও জানান, নিহতদের মৃতদেহ উদ্ধার করে একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে। এছাড়া গুরুতর আহত অবস্থায় আবদুল হামিদের ছেলে নুরুদ্দিন আহমদ, মেয়ে ফাতেমা বেগম ও মাইক্রোবাসের চালক কউসার আহমদকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এসএস

bestelectronics bestelectronics
  • সর্বশেষ
  • পাঠক প্রিয়