• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

ঠাকুরগাঁওয়ে আবারও বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত

ঠাকুরগাঁও প্রতিনিধি

  ২৮ জানুয়ারি ২০১৯, ২২:৫৪

ঠাকুরগাঁওয়ে আবারও বিএসএফের গুলিতে বাবু (২০) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়েছে। সোমবার বিকেল ৫টায় রানীশংকৈল উপজেলার জগদল সীমান্তে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত ১০ দিনে বিএসএফের গুলিতে ৩ জন নিহতের ঘটনা ঘটলো।

নিহত বাবু হরিপুর উপজেলার মরাধার গ্রামের একরামুল হকের ছেলে।

বিজিবি এবং বিভিন্ন সূত্রে জানা যায়, সোমবার বিকেলে নিহত বাবু জগদল সীমান্তের ৩৭৩/২এস পিলার এলাকা দিয়ে ভারত থেকে বাংলাদেশে ফিরছিল। এসময় ভারতের শ্রীপুর বিএসএফ ক্যাম্পের সদস্যরা তাকে লক্ষ্য করে গুলি ছুঁড়ে। এতে সে ঘটনাস্থলেই মারা হয়। পরে বিএসএফ তার লাশ নিয়ে যায়।

বাবু ভারতে একটি ইট ভাটায় শ্রমিকের কাজ করত বলে তার পারিবারিক সূত্রে জানা যায়।

এর আগে ২২ জানুয়ারি ভোরে জেলার হরিপুর উপজেলার মনিপুর সীমান্তে বিএসএফের গুলিতে জেনারুল (১৮) নামে এক বাংলাদেশি যুবক নিহত হয়। জেনারুল হরিপুর উপজেলার ডাঙ্গীপাড়া ইউনিয়নের তালডাঙ্গী গ্রামের আব্দুল তোয়াফের ছেলে। মিনাপুর সীমান্তের ৩৫৪/১এস পিলার হয়ে ভারতে প্রবেশের সময় ভারতের মালদ্বখন্ড ক্যাম্পে টহলরত বিএসএফ সদস্যদের গুলিতে জেনারুল নিহত হয়।

অপরদিকে ১৮ জানুয়ারি ভোরে জেলার রানীশংকৈল উপজেলার র্ধমগড় সীমান্তে বিএসএফের গুলিতে জাহাঙ্গীর আলম রাজু (২১) নামে একজন মারা যায়। তিনি রানীশংকৈল উপজেলার শাহানাবাদ গ্রামের বাদশা মিয়ার ছেলে।

ওইদিন জাহাঙ্গীর আলম রাজুসহ কয়েকজন গরু ব্যবসায়ী র্ধমগড় সীমান্তের ৩৭৪/২ নম্বর পিলার এলাকা দিয়ে ভারতীয় সীমান্তে প্রবেশ করে। এসময় ভারতের উত্তর দিনাজপুর জেলার শ্রীপুর বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছুঁড়লে জাহাঙ্গীর আলম ঘটনাস্থলেই মারা যায়। তার সাথে থাকা বাকীরা পালিয়ে আসে। এদের মধ্যে জাহাঙ্গীর ও জেনারুলের মরদেহ বিএসএফ পতাকা বৈঠকের মাধ্যমে ফেরত দিয়েছে।

বিজিবি ঠাকুরগাঁয় ৫০ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল তুহিন মোহা. মাসুদ ১০ দিনে সীমান্তে ২ জন নিহত হওয়ার বিষয়টি নিশ্চিত করলেও বাবু নিহত হওয়ার বিষয়টি তিনি শুনেছেন বলে জানিয়েছেন। এজন্য তারা বিএসএফের সাথে যোগাযোগের চেষ্টা করছেন বলেও জানান।

এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
মিয়ানমার সেনাসহ ২৮৮ জনকে ফেরত পাঠাল বিজিবি
দুই সহোদরকে পিটিয়ে হত্যা : ফরিদপুরে বিজিবি মোতায়েন
মহেশপুর সীমান্তে সাড়ে ৪ কেজি স্বর্ণসহ আটক ২
হিলিতে যাত্রীবাহী বাস থেকে এক কেজি কোকেন জব্দ
X
Fresh