• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নওগাঁয় বিরল প্রজাতির প্রাণী উদ্ধার

নওগাঁ প্রতিনিধি

  ২৩ জানুয়ারি ২০১৯, ১৮:৫৩

নওগাঁর মান্দা উপজেলার নুরুল্লাবাদ ইউনিয়নের জোতবাজার এলাকা থেকে একটি বন্যপ্রাণী (বনগরু) আটক করেছে স্থানীয়রা। এটি বনগরু হতে পারে বলে ধারণা করছেন অনেকে।

স্থানীয়রা জানান, আজ সকালে প্রাণীটি জোতবাজার এলাকায় ছোটাছুটি করছিল। দেখতে পেয়ে গ্রামের শতাধিক বাসিন্দা ধাওয়া দিয়ে সেটিকে আটক করে। পরে প্রাণীটিকে গ্রামের মধ্যেই বেঁধে রেখে মান্দা থানা পুলিশ ও প্রাণী সম্পদ কর্মকর্তাকে খবর দেয়া হয়।

বন্যপ্রাণী পরিদর্শক জাহাঙ্গীর কবির জানান, ধারণা করা হচ্ছে প্রাণীটি ভারত থেকে বর্ডার পার হয়ে এসেছে। এরা সম্ভবত একসঙ্গে দল বেঁধে আসছিল, কিন্তু এই প্রাণীটি আলাদা হয়ে বাংলাদেশে এসেছে।

জোতবাজর এলাকার বাসিন্দা আব্দুল মজিদ সম্রাট বলেন, সকাল থেকে আমি এ প্রাণীটির কাছে আছি। এখানকার স্থানীয়দের অধিকাংশের মতে এটি একটি বনগরু।

মান্দা থানার ওসি মোজাফ্ফর হোসেন জানান, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে প্রাণীটি উদ্ধার করতে পুলিশ সদস্য পাঠানো হয়েছে।
উদ্ধারের পর প্রাণী সম্পদ বিভাগের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করা হবে। তখন হয়তো সেটির সঠিক পরিচয় পাওয়া যাবে জানান ওসি।

আরো পড়ুন:

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
নওগাঁয় নদী, খাল-বিল দখল ও দূষণের প্রতিবাদে মানববন্ধন
নওগাঁয় মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা ৩৯.২ ডিগ্রি 
সাপাহারে বৃষ্টির জন্য বিশেষ নামাজ আদায়
প্রার্থীর মৃত্যুতে নওগাঁর মহাদেবপুর উপজেলার ভোটগ্রহণ স্থগিত
X
Fresh