• ঢাকা শুক্রবার, ০৩ মে ২০২৪, ২০ বৈশাখ ১৪৩১
logo

কুড়িগ্রামে নৌকার সমর্থনে সরে দাঁড়ালেন জাপা প্রার্থী

স্টাফ রিপোর্টার, কুড়িগ্রাম

  ২৫ ডিসেম্বর ২০১৮, ২১:২৪

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে কুড়িগ্রাম-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী এম. এ মতিনকে সমর্থন দিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন জাতীয় পার্টির প্রার্থী বর্তমান এমপি ডা. আক্কাছ আলী সরকার।

মঙ্গলবার বিকেলে এক সংবাদ সম্মেলনে করে আক্কাছ আলী সাংবাদিকদের জানান, মহাজোটের প্রার্থী এম. এ মতিন কে সমর্থন দিয়ে তিনি একাদশ জাতীয় সংসদ নির্বাচন থেকে নিজের প্রার্থিতা প্রত্যাহার করেন।

এর আগে আওয়ামী লীগ প্রার্থী এম. এ মতিনের বাসায় আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানকের নেতৃত্বে জাতীয় পার্টির প্রার্থী ডা. আক্কাছ আলী সরকার, কুড়িগ্রাম-১ আসনের প্রার্থী এ কে. এম মোস্তাফিজুর রহমান, কুড়িগ্রাম-২ আসনের প্রার্থী পনির উদ্দিন আহমেদের একটি বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কুড়িগ্রাম-৩ আসন থেকে জাতীয় পার্টি প্রার্থী নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন এবং আওয়ামী লীগ প্রার্থীকে সমর্থন জানান। সংবাদ সম্মেলনে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি রেজওয়ানুল হক চৌধুরী শোভন, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও সাবেক এমপি জাফর আলীসহ স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

আরএস/ এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গৌরনদীতে আওয়ামী লীগের দুপক্ষের সংঘর্ষ, আহত ৩
জনগণের ম্যান্ডেট নিয়েই আ.লীগ রাষ্ট্র পরিচালনা করছে: কাদের
শ্রাবণের বৃষ্টিধারার মতো অনর্গল মিথ্যা বলছেন আ.লীগ নেতারা: রিজভী
নির্বাচনের প্রস্তুতি ও প্রচারণা দেখতে আ.লীগকে বিজেপির আমন্ত্রণ
X
Fresh