• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

বেলাব উপজেলা চেয়ারম্যান গ্রেপ্তার

নরসিংদী প্রতিনিধি

  ২৫ ডিসেম্বর ২০১৮, ১৬:০২

নরসিংদীর বেলাব উপজেলা বিএনপির আহ্বায়ক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান আহসান হাবিব বিপ্লবকে ঢাকা থেকে গ্রেপ্তার করেছে নরসিংদী জেলা গোয়েন্দা পুলিশ।

সোমবার ভোরে রাজধানীর সবুজবাগ থানার বাসাবো এলাকার একটি বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ মাহমুদ আরটিভি অনলাইনকে জানান, বিপ্লবের বিরুদ্ধে বেলাব থানায় একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের নির্বাচনী কার্যালয়ে হামলা ও নৌকা প্রতীকের পোস্টারে অগ্নিসংযোগের অভিযোগে মামলা রয়েছে। এ মামলায় জেলা গোয়েন্দা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) আবদুল গাফফার রাজধানীর বাসাবো এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেন।পরে তাকে নরসিংদী পুলিশ সুপারের কার্যালয় ভবনের গোয়েন্দা পুলিশের কার্যালয়ে নেওয়া হয়।এরপর বেলাব থানা পুলিশ ওই মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠিয়ে পাঁচ দিনের রিমান্ডের আবেদন করে।

আদালত আগামী ১ জানুয়ারি রিমান্ড শুনানির দিন ধার্য করে বিপ্লবকে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
ন্যায্য অধিকার আদায়ে শেরে বাংলার অবদান ভুলবার নয় : ফখরুল
ওলামা দলের নতুন কমিটিতে স্থান পেলেন যারা
রাজধানীতে গ্রেপ্তার ৩৯
চাঁদপুর জেলা জামায়াতের সেক্রেটারি গ্রেপ্তার 
X
Fresh