logo
  • ঢাকা শুক্রবার, ১৯ জুলাই ২০১৯, ৪ শ্রাবণ ১৪২৬

মাদারীপুরের ডিসিকে দেখে নেয়ার হুমকি দিয়ে চিঠি

মাদারীপুর প্রতিনিধি
|  ২১ ডিসেম্বর ২০১৮, ১১:১৪ | আপডেট : ২১ ডিসেম্বর ২০১৮, ১১:৫৯
উড়ো চিঠির মাধ্যমে দেখে নেওয়ার হুমকি দেয়া হয়েছে মাদারীপুরের জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম ও তার পরিবারকে।

ডাকযোগে অজ্ঞাতনামা ব্যক্তির লেখা ওই চিঠিতে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরপেক্ষভাবে কাজ না করলে জেলা প্রশাসক ও তার পরিবারের সদস্যদের জানমালের ক্ষতি করার হুমকি দেয়া হয়।

মাদারীপুর জেলা প্রশাসক ওয়াহিদুল ইসলাম বলেন, নাম ঠিকানাবিহীন এক পাতার চিঠিতে তাকে ও তার পরিবারকে দেখে নেওয়ার হুমকি দেয়া হয়েছে।

চিঠিটি বুধবার সন্ধ্যায় তার অফিসের ঠিকানায় পেয়েছেন। তার সঙ্গে একটি চিঠির খাম আসে।

এতে লাল কালিতে লেখা ছিল ‘অতীব গোপনীয়’ বিষয়। আরও লেখা ছিল, নির্বাচনে নিরপেক্ষতা বজায় না রাখলে তাকে ও পরিবারকে দেখে নেওয়া হবে। চিঠি হাতে লেখা ছিল, তবে কারও নাম লেখা ছিল না।

ডিসি আরও জানিয়েছেন, তিনি বিভাগীয় কমিশনার, প্রধান নির্বাচন কমিশনার, নির্বাচন কমিশন সচিব, পুলিশের ডিভিশনাল আইজি এবং গোয়েন্দা বিভাগকে বিষয়টি লিখিত আকারে জানিয়েছি। আমি এতে ভিত নই। সুষ্ঠু নির্বাচনের স্বার্থে আমার চেষ্টা অব্যাহত থাকবে। কোনও অপশক্তি আমাকে দমাতে পারবে না।

জেবি/এমকে

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়