• ঢাকা রোববার, ১৯ মে ২০২৪, ৫ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

মাশরাফির নির্দেশে দেয়াল থেকে পোস্টার সরাচ্ছেন ভক্তরা

নড়াইল প্রতিনিধি

  ১৯ ডিসেম্বর ২০১৮, ১৫:৩৭

নড়াইল-২ আসনে নির্বাচন করছেন জাতীয় ক্রিকেট দলের ওয়ানডে অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এই আসনে তার ভক্ত-সমর্থকের অভাব নেই। যে যার মতো নির্বাচনী প্রচার চালাতে গিয়ে যেখানে-সেখানে পোস্টার লাগানোসহ ছোটখাটো আচরণবিধি লঙ্ঘন করছে প্রতিনিয়ত।

নির্বাচনী মাঠে না থাকলেও আচরণবিধি লঙ্ঘনের ঘটনা মাশরাফির নজরে আসার সঙ্গে সঙ্গেই তিনি টেলিফোনে আচরণবিধি মেনে চলার নির্দেশ দেন।

এই নির্দেশনা পাওয়ার সঙ্গে সঙ্গে বুধবার সকাল থেকে মাঠে নেমে পড়েছেন মাশরাফির ভক্তরা। সামাজিক যোগাযোগ মাধ্যমে ঘোষণা দিয়ে তারা এলাকার বিভিন্ন দেয়াল ও বিদ্যুতের খুঁটি থেকে মাশরাফির নির্বাচনী পোস্টার অপসারণ করছেন। মাশরাফির নির্বাচনী প্রচারণায় দলীয় নেতাকর্মী ছাড়াও নির্বাচনে গত একমাস ধরে কাজ করে চলছেন মাশরাফির কয়েকশ’ তরুণ ভক্ত।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
শিশুকে কনসার্টের মেঝেতে শুইয়ে টেইলরের গানে মত্ত ভক্ত
প্রকাশ হলো ‘ময়ূরাক্ষীর’ প্রথম পোস্টার 
একই দিনে দুই রূপ, ভক্তদের যে বার্তা দিলেন সাকিব
আবারও ভক্তের ওপর চড়াও সাকিব
X
Fresh