আরটিভি অনলাইন রিপোর্ট
০৩ ডিসেম্বর ২০১৬, ২০:৫৯
আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২১:৩৩
আপডেট : ০৩ ডিসেম্বর ২০১৬, ২১:৩৩
বাংলাদেশকে পৃথিবীর শান্তির দেশ করা হবে : তোফায়েল

শনিবার ভোলায় কমিউনিটি পুলিশিং ও জঙ্গিবিরোধী সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। তোফায়েল বলেন, বঙ্গবন্ধু দু’টি স্বপ্ন দেখেছিলেন। একটি বাংলাদেশ স্বাধীন করা। অন্যটি সুজলা সুফলা সোনার বাংলা গড়ে তোলা। তিনি একটি করে গেছেন। আরেকটি তিনি শেষ করে যেতে পারেন নি। বর্তমানে তার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে সোনার বাংলা গড়ার কাজ এগিয়ে চলছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা এখন শুধু বাংলাদেশের নেতা নন, তিনি এখন আন্তর্জাতিক নেতা।
তিনি বলেন, দেশের মানুষের জন্য পুলিশ সব ধরনের ত্যাগ স্বীকার করতে পারে। পুলিশ কোনো দলের কিংবা ব্যক্তির নয়, পুলিশ রাষ্ট্রের। পুলিশ দেশ ও জনগণের জন্য। তাই পুলিশকে প্রতিপক্ষ ভেবে কোনো লাভ নেই। পুলিশ সবসময় অন্যায়ের বিরুদ্ধে কথা বলবে। ভালো লোকজন নিয়ে কমিউনিটি পুলিশ গঠন করতে হবে। কোনো দালালের স্থান দেয়া হবে না।
এমকে/কে