• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

গাজীপুরে ভোটগ্রহণকারীদের প্রশিক্ষণ কর্মশালা

গাজীপুর প্রতিনিধি

  ১২ ডিসেম্বর ২০১৮, ২১:৫৭

৩০ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ভোটকেন্দ্র পরিচালনা, ভোটগ্রহণসহ নানা নিয়ম-কানুন সম্পর্কে ভোটগ্রহণকারীদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নির্বাচনী প্রশিক্ষণ ইনস্টিটিউটের মহাপরিচালক মুস্তফা ফারুক।

বুধবার বিকেলে গাজীপুর জেলা প্রশাসক ড. দেওয়ান মুহাম্মদ হুমায়ূন কবীরের সভাপতিত্বে শ্রীপুরে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাচন কর্মকর্তার কার্যালয় সূত্রে জানা যায়, কর্মশালার আয়োজন করে শ্রীপুর উপজেলা প্রশাসন ও নির্বাচন অফিস। কর্মশালায় উপস্থিত ছিলেন জেলা নিরর্বাচন অফিসার তারিফুজাম্মান, শ্রীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা রেহেনা আকতার, উপজেলা নির্বাচন কর্মকর্তা সুলতানা এলিনসহ অনেকে।

কর্মশালয় নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত ভোটগ্রহণকারীদের হাতে-কলমে ভোটগ্রহণ প্রক্রিয়া সম্পর্কে প্রশিক্ষণ দেয়া হয়। নির্বিঘ্নে ভোটগ্রহণ নিশ্চিত করতে ও সাধারণ ভোটারদের ভোটদানের পরিবেশ তৈরি করে দেয়ার কৌশলগুলো শেখানো হয়। কর্মশালায় নির্বাচনে দায়িত্বপালনকালে সরকারি নীতিমালাগুলো সম্পর্কে ভোটগ্রহণ কর্মকর্তাদের অবহিত করা হয়।

জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh