• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু

ময়মনসিংহ প্রতিনিধি

  ১০ ডিসেম্বর ২০১৮, ১২:২২

ময়মনসিংহের কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় একটি ট্রেনের বগি লাইনচ্যুত হওয়ার সাড়ে তিন ঘণ্টা পর ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল শুরু হয়েছে।

সোমবার সকাল সাড়ে আটটার দিকে এই ট্রেন চলাচল শুরু হয়।

ময়মনসিংহ রেল স্টেশনের কর্মকর্তা জহিরুল হক আরটিভি অনলাইনকে জানান, সোমবার ভোর সাড়ে পাঁচটার দিকে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয় এলাকায় ঢাকাগামী ভাওয়াল এক্সপ্রেস ট্রেনের একটি বগি লাইনচ্যুত হয়।

ফলে ঢাকা-ময়মনসিংহ রুটে ট্রেন চলাচল বন্ধ হয়ে যায়। এতে তিনটি ট্রেন গফরগাঁও, ফাতেমা নগর ও ময়মনসিংহ রেলস্টেশনে আটকা পড়ে।

খবর পেয়ে কেওয়াটখালি লোকোশেড থেকে রিলিফ ট্রেন গিয়ে উদ্ধার কাজ শুরু করে।

পরে সকাল সাড়ে আটটার দিকে ঢাকা-ময়মনসিংহ রুটে রেল চলাচল শুরু হয়।

জেবি/এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh