• ঢাকা শুক্রবার, ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১
logo

আগুনে পুড়ে দুই পরিবারের সব শেষ

গাজীপুর প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর ২০১৮, ১৭:০০

গাজীপুর সিটি করপোরেশনের মালেকের বাড়ি এলাকায় অগ্নিকাণ্ডে চারটি দোকান ও ১৬টি বসতঘর পুড়ে গেছে। তবে এতে দগ্ধ হয়ে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

জয়দেবপুর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার জাকির হোসেন আরটিভি অনলাইনকে জানান, শুক্রবার দিবাগত রাত আড়াইটার দিকে অগ্নিকাণ্ডের খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিটের কর্মীরা ঘটনাস্থলে যায়। পরে আধাঘণ্টা চেষ্টা চালিয়ে তারা আগুন নিয়ন্ত্রণে আনেন।

আগুনে মাহবুবা আলমের মালিকানাধীন দুইটি দোকান, বসতবাড়ির ১০টি কক্ষ এবং পারুল আক্তারের মালিকানাধীন দুইটি দোকান ও বসতবাড়ির ছয়টি কক্ষ ও মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা আরও জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয়।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh