• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে শিবির নেতা অস্ত্র ও গুলিসহ আটক

নড়াইল প্রতিনিধি

  ০৮ ডিসেম্বর ২০১৮, ১৪:৫৯

নড়াইল জেলা ছাত্রশিবিরের সাধারণ সম্পাদককে অস্ত্র ও গুলিসহ আটক করেছে পুলিশ।

এসময় তার কাছ থেকে একটি ওয়ান সাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে।

শুক্রবার রাত নয়টার দিকে কালিয়া উপজেলার মাথাভাঙ্গা এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটক শিবির নেতার নাম মো. রফিকুল ইসলাম। তিনি বিল-ধুড়িয়া গ্রামের ক্বারি আব্দুল মালেক সিকদারের ছেলে।

কালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার হোসেন খান আরটিভি অনলাইনকে জানান, গতকাল শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে পৌনে নয়টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে মাথাভাঙ্গা এলাকায় অভিযান চালিয়ে জেলা শিবিরের সাধারণ সম্পাদক রফিকুল ইসলামকে আটক করা হয়েছে। এসময় তার কাছ থেকে একটি শাটারগান ও দুই রাউন্ড গুলি উদ্ধার করেছে পুলিশ।

নড়াইলের সহকারী পুলিশ সুপার (সার্কেল, কালিয়া) মো. মেহেদী হাসান মাসুম আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, শিবির নেতা রফিকুলের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হচ্ছে। তার নামে থানায় আরও তিনটি মামলা রয়েছে।

আরও পড়ুন :

জেবি/এমকে

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh