DMCA.com Protection Status
  • ঢাকা শনিবার, ২০ এপ্রিল ২০১৯, ৭ বৈশাখ ১৪২৬

তিনটি বসতঘর পুড়ে ছাই, অক্ষত কুরআন শরিফ

বাগেরহাট প্রতিনিধি
|  ০৭ ডিসেম্বর ২০১৮, ০৮:৪৮ | আপডেট : ০৭ ডিসেম্বর ২০১৮, ০৯:০৬
বাগেরহাটের মোল্লারহাট উপজেলায় আগুনে পুড়ে তিনটি বসতঘর ছাই হয়ে গেলেও অক্ষত রয়েছে একটি পবিত্র কুরআন শরিফ।

গেল বুধবার উপজেলার কোদালিয়া গ্রামে জাহিদ মোল্লার বাড়িতে রাইস কুকার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।

এতে জাহিদ মোল্লা ও তার বাবা লুৎফর মোল্লার তিনটি ঘর পুড়ে যায়। ক্ষতি হয় প্রায় পাঁচ লাখ টাকা।

ক্ষতিগ্রস্ত জাহিদ মোল্লা জানান, গেল বুধবার রাতে রাইস কুকার বিস্ফোরিত হয়ে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। স্থানীয়রা আগুন নিয়ন্ত্রণে আনতে আনতেই বাড়ির তিনটি ঘর পুড়ে যায়।

তিনি আরও জানান, পুড়ে যাওয়া একটি ঘরের শোকেসের ওপরে রাখা ছিল পবিত্র কুরআন শরিফটি। আগুনে শোকেসটি সম্পূর্ণ পুড়ে গেছে। শোকেসের ভেতরে থাকা দলিল, মূল্যবান কাগজ ও মালামাল সম্পূর্ণ পুড়ে গেছে। কিন্তু ছাইয়ের ভেতর কুরআন শরিফটি অনেকটা অক্ষত অবস্থায়ই পাওয়া গেছে।

জেবি/জেএইচ

  • সর্বশেষ
  • পাঠক প্রিয়