• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

মঈনকে মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়কে অবরোধ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি

  ২৬ নভেম্বর ২০১৮, ১৯:৫৬

ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে হাজী মো. মঈন উদ্দিন মঈনকে আওয়ামী লীগের মনোনয়ন দেয়ার দাবিতে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ ও বিক্ষোভ মিছিল করেছে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা।

সোমবার বিকেল পৌনে তিনটা থেকে বিকেল পৌনে চারটা পর্যন্ত ঢাকা-সিলেট মহাসড়কের আশুগঞ্জ গোলচত্বর থেকে রেলগেইট পর্যন্ত অবরোধ করে রাখে দলীয় নেতাকর্মীরা। এসময় রাস্তার দুপাশে প্রায় ৫ কিলোমিটার যানজটের সৃষ্টি হয়। পরে বিকেল চারটার দিকে অবরোধ তুলে নেয় বিক্ষুব্ধ নেতাকর্মীরা। বিকেল সাড়ে চারটার দিকে যান চলাচল স্বাভাবিক হয়।

দলীয় নেতাকর্মীরা জানান, ২৫ নভেম্বর সকাল থেকে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন দেয়া শুরু করে ক্ষমতাসীন দলটি।

ব্রাহ্মণবাড়িয়ার ছয়টি আসনের মধ্যে পাঁচটি আসনে আওয়ামী লীগের মনোনয়ন দেয়া হলেও জোটের জন্য ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনটি রেখে দেয় দলটি।

এই আসনে দলীয় মনোনয়ন চেয়েছিলেন কেন্দ্রীয় স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি ও ব্রাহ্মণবাড়িয়া জেলা আওয়ামী লীগ এর যুগ্ম সাধারণ সম্পাদক মো. মঈন উদ্দিন মঈন।

তিনি দীর্ঘদিন যাবত এই আসনে মনোনয়ন পাওয়ার জন্য কাজ করে যাচ্ছেন। তাই তৃণমূলের পছন্দ মঈন উদ্দিন মঈনকে দলীয় মনোনয়ন না দেয়ার কারণে ফুসে উঠে দলটির নেতাকর্মীরা।

এরই ধারাবাকিতায় সোমবার বিকেলে আশুগঞ্জের সর্বস্তরের জনগণের ব্যানারে স্থানীয় রেলগেইটের সামনে থেকে একটি বিক্ষোভ মিছিল বের করে নেতাকর্মীরা।

মিছিলটি মহাসড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়। সেখানেই বিক্ষুব্ধ নেতাকর্মীরা ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে রাখে। বিকেল পৌনে চারটার দিকে অবরোধ তুলে নিয়ে আশুগঞ্জ গোলচত্বর এলাকায় এক পথসভা করেন নেতাকর্মীরা।

আশুগঞ্জ সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. সালাহ উদ্দিনের সভাপতিত্বে পথসভায় বক্তব্য রাখেন, উপজেলা আওয়ামী লীগ নেতা আবু রেজভী আহমেদ, ছাত্রলীগ কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য শাহ আলম, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ-সভাপতি মো. শাহ আলম, কবির হোসেন, উপজেলা ছাত্রলীগের সভাপতি মো মারুফ আহমেদ রনি ও সাধারণ সম্পাদক মঈনুল হোসেন মামুন।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
চতুর্থ দিনেও উত্তাল চুয়েট, সড়ক অবরোধ
রাঙ্গামাটিতে অর্ধদিবস অবরোধ ডাকল ইউপিডিএফ
বেরোবি শিক্ষার্থীর টাকা ছিনতাই, মহাসড়ক অবরোধ
বকেয়া বেতনের দাবিতে শ্রমিকদের সড়ক অবরোধ, পুলিশের লাঠিচার্জ
X
Fresh