• ঢাকা শনিবার, ০৪ মে ২০২৪, ২১ বৈশাখ ১৪৩১
logo

নারায়ণগঞ্জে স্টিল কারখানায় দগ্ধ ২ জনের মৃত্যু

নারায়ণগঞ্জ প্রতিনিধি

  ২৪ নভেম্বর ২০১৮, ১০:০৯

নারায়ণগঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে দগ্ধ ১২ শ্রমিকের মধ্যে দুজন মারা গেছেন।

শুক্রবার দিনগত রাতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ন ইউনিটে চিকিৎসাধীন অবস্থায় তারা মারা যান।

নিহতরা হলেন বগুড়া জেলার সোনাতলী থানার রানীছড়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে মাসুদ ও মুন্সীগঞ্জ জেলার আব্দুস রশীদ ঢালীর ছেলে নয়ন (৩২)।

ঢামেক পুলিশ ক্যাম্পের সহকারী উপ-পরিদর্শক (এএসআই) আব্দুল খান আরটিভি অনলাইনকে দুইজন মৃত্যুর সত্যতা নিশ্চিত করে জানান, নিহত দুইজনের মধ্যে মাসুদ রাত দুইটার দিকে ও নয়ন রাত সাড়ে তিনটার দিকে মারা যান।

গতকাল শুক্রবার নারায়ণগঞ্জের মদনপুরে মোন্তাহার স্টিল মিলে রড তৈরির জন্য লোহা গলানোর সময় গলিত লোহা গায়ে পড়ে ১২ শ্রমিক দগ্ধ হন। তাৎক্ষণিক তাদের উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের বার্ন ইউনিটে ভর্তি করা হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হাসপাতাল ভবনের ফাঁক দিয়ে পড়ে রোগীর মৃত্যু
চলন্ত ট্রাকে চালকের মৃত্যু, প্রাইভেটকারের ওপর উঠে গেল ট্রাক
ইন্দোনেশিয়ার মধ্যাঞ্চলে বন্যায় ১৫ জনের মৃত্যু
নাটোরে বসতঘরের আগুনে দগ্ধ হয়ে বৃদ্ধার মৃত্যু
X
Fresh