• ঢাকা বুধবার, ০১ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১
logo

পদ্মায় নিখোঁজ ৩ জনের মরদেহ উদ্ধার

মাদারীপুর প্রতিনিধি

  ১২ নভেম্বর ২০১৮, ১৪:২৩

মাদারীপুরের কাঁঠালবাড়ি-শিমুলিয়া নৌরুটে ফেরির ধাক্কায় স্পিডবোট ডুবির ঘটনায় এক শিশুসহ তিনজনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।

সোমবার বেলা সাড়ে ১১টার দিকে পদ্মা নদীর চায়না চ্যানেল থেকে তাদের মরদেহ উদ্ধার করা হয়।

নিহতরা হলেন, কিশোরগঞ্জ জেলা কারাগারের কারারক্ষী ও গোপালগঞ্জ জেলার মকসুদপুর থানার প্রসন্নপুর গ্রামের আব্দুর রহমানের ছেলে মো. রাজু (২৫) ও তার স্ত্রী লিমা (২০)। এছাড়া অপর নিহত শিশু হলো ফাতেমা (৮)। সে পটুয়াখালীর বাউফল থানার আমিরাবাদ এলাকার রুবেল গাজীর মেয়ে।

শিবচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জাকির হোসেন মোল্লা ঘটনার সত্যতা স্বীকার করে জানান, মুন্সীগঞ্জের শিমুলিয়া ঘাট থেকে গতকাল রোববার বিকেলে পাঁচটার দিকে ২৪ জন যাত্রী নিয়ে একটি স্পিডবোট কাঁঠালবাড়ি ঘাটের দিকে রওনা হয়।

বোটটি নৌপথের চায়না চ্যানেলের কাছাকাছি এলে ইঞ্জিন নষ্ট হয়ে বিকল হয়ে পড়ে। এরপর নদীর ঢেউয়ের সঙ্গে ভাসতে থাকে বোটটি।

শুরু হয় যাত্রীদের চিৎকার। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি ডাম্ব ফেরির সঙ্গে ধাক্কা লেগে স্পিডবোটটি উল্টে যায়। সঙ্গে সঙ্গে নদীতে টহলরত সেনা কর্মকর্তারা ২১ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে। নিখোঁজ থাকে তিন যাত্রী।

পরে থানা পুলিশ, নৌ-পুলিশ, ফায়ার সার্ভিস ও ডুবুরিরা যৌথভাবে উদ্ধার করে তিনজনের মরদেহ উদ্ধার করে।

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
সুন্দরব‌নে খা‌লে ভাস‌ছিল বা‌ঘের মরদেহ
রাতে রহস্যজনক পোস্ট, সকালে মিলল অভিনেত্রীর ঝুলন্ত মরদেহ
রাণীশংকৈলে যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার
আখাউড়ায় অজ্ঞাতনামা নারীর মরদেহ উদ্ধার
X
Fresh