• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

সিলেট নগরী থেকে নির্বাচনী পোস্টার-বিলবোর্ড অপসারণ শুরু

স্টাফ রিপোর্টার, সিলেট

  ১০ নভেম্বর ২০১৮, ১৬:৫১

নির্বাচন কমিশনের নির্দেশনা অনুযায়ী সিলেট নগরীর বিভিন্ন স্থান থেকে আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রার্থীর নির্বাচনী পোস্টার, ব্যানার ও বিলবোর্ড অপসারণ শুরু হয়েছে।

শুক্রবার রাতে সিলেট সিটি করপোরেশনের (সিসিক) ভারপ্রাপ্ত প্রধান নির্বাহী কর্মকর্তা মো. বদরুল হকের নেতৃত্বে পৃথক চারটি টিম এ অভিযান শুরু করে।

সূত্র মতে, নগরীর বিভিন্ন স্থানে সাঁটানো নির্বাচনী ব্যানার-ফেস্টুন-বিলবোর্ড অপসারণের বিষয়ে শুক্রবার নির্দেশনা দিয়েছেন নির্বাচন কমিশন। নির্বাচন কমিশনের এ নির্দেশনা শুক্রবার রাতে সিটি করপোরেশনকে অবহিত করেন সিলেটের বিভাগীয় কমিশনার মেজবাহ উদ্দিন চৌধুরী।

সিসিক প্রধান নির্বাহী বদরুল হক আরটিভি অনলাইনকে জানান, নির্দেশনা অনুযায়ী শুক্রবার রাত থেকে নগরীতে নির্বাচনী পোস্টার-ব্যানার অপসারণে নামে সিসিকের চারটি টিম। নগরীর চৌহাট্টা থেকে এ অভিযান শুরু হয়। অভিযান অব্যাহত থাকবে বলে জানান তিনি।

প্রসঙ্গত, আগামী ২৩ ডিসেম্বর একাদশ জাতীয় সংসদ নির্বাচনের তারিখ ঘোষণা করেছে কমিশন।

আরও পড়ুন :

জেবি/পি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
উপজেলা নির্বাচনে প্রার্থী হওয়ায় বিএনপির ৯ নেতাকে শোকজ
উপজেলা পরিষদেও হচ্ছে ডামি নির্বাচন : রিজভী
উপজেলা ভোটে ব্যর্থ হলে গণতন্ত্র ক্ষুণ্ন হবে : সিইসি
প্রতীক পেয়েই প্রচার-প্রচারণায় প্রার্থীরা
X
Fresh