• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

দুই বাসের পাল্লায় আহত ২০ যাত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি

  ১০ নভেম্বর ২০১৮, ১৪:০৬

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় দুই বাস পাল্লা দিতে গিয়ে একটি খাদে পড়ে যায় অপরটি গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে অন্তত ২০ যাত্রী আহত হয়েছেন।

শনিবার ভোরে উপজেলার বঙ্গবন্ধু সেতু পশ্চিম সংযোগ মহাসড়কের ভদ্রঘাট চার নম্বর ব্রিজের এলাকায় দুর্ঘটনা ঘটে।

আহতদের সিরাজগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করা হয়েছে। তাদের মধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক।

সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক (ডিএডি) মো. আব্দুল হামিদ জানান, উত্তরবঙ্গ থেকে ঢাকাগামী পিংকি পরিবহন ও ওরিন পরিবহনের দুটি বাস গতির পাল্লা দিয়ে যাচ্ছিল। পথে ওই ব্রিজের কাছে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে বাস দুটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে পিংকি পরিবহনের বাসটি ব্রিজের নিচে পানিতে পড়ে যায় এবং ওরিন পরিবহনের বাসটি রাস্তার পাশের একটি গাছে ধাক্কা খায়। দুর্ঘটনায় দুই বাসের অন্তত ২০ যাত্রী আহত হন।

খবর পেয়ে দমকল বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব হাসপাতালে ভর্তি করে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
গরমে ট্রেনের হাইড্রোলিক ব্রেকে আগুন, আহত ১০
তিতাসের এমডির বাসার সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১
গোপালগঞ্জে বোমা হামলায় বাবা-ছেলে আহত
এফডিসিতে মারামারি, বেশ কয়েকজন সাংবাদিক আহত
X
Fresh