• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

রোহিঙ্গাদের আরো ৬ নৌকা ফেরালো বিজিবি

আরটিভি অনলাইন রিপোর্ট, কক্সবাজার

  ২৭ নভেম্বর ২০১৬, ১৩:৪৬

আরো ৬ রোহিঙ্গাবাহী নৌকা ফিরেয়ে দিয়েছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। রোববার ভোর ৫টার দিকে কক্সবাজারের নাফ নদীর বিভিন্ন পয়েন্ট দিয়ে আসা রোহিঙ্গাদের এসব নৌকা ফিরিয়ে দেয়া হয়।

এসব নৌকায় আনুমানিক ৬০ থেকে ৭০ জন রোহিঙ্গা ছিল। এর আগে শনিবার সন্ধ্যায় রোহিঙ্গাদের ৪টি নৌকা ফিরিয়ে দিয়েছে বিজিবি।

বিজিবির টেকনাফ ২ ব্যাটালিয়নের উপ-অধিনায়ক মেজর আবু রাসেল সিদ্দিকী জানান, ভোর থেকে সকাল ৭টা পর্যন্ত বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশের সময় তাদের ফেরত পাঠানো হয়।

অন্যদিকে বালুখালী ও বান্দরবানের ঘুমধুম সীমান্ত পয়েন্ট দিয়ে অনুপ্রবেশের সময় শিশুসহ ৫ রোহিঙ্গাকে ফেরত পাঠানো হয়েছে বলে জানান, বিজিবির কক্সবাজার ৩৪ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল ইমরান উল্লাহ সরকার।

গেলো ৯ অক্টোবর বিচ্ছিন্নতাবাদীদের হামলায় মিয়ানমারে ৯ সীমান্ত পুলিশ মারা যায়। পরে সেদেশের রোহিঙ্গা-অধ্যুষিত জেলাগুলোয় সেনাবাহিনীর অভিযান শুরু হয়। সেনাবাহিনীর নির্যাতন ও সহিংস ঘটনার পর থেকে সীমান্তের বিভিন্ন পয়েন্ট দিয়ে বাংলাদেশে অবৈধভাবে অনুপ্রবেশে করে রোহিঙ্গারা।

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
X
Fresh