• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

বেনাপোলে পিস্তল ও গুলিসহ অস্ত্র ব্যবসায়ী আটক

বেনাপোল সংবাদদাতা

  ২১ সেপ্টেম্বর ২০১৮, ১৩:২৪

যশোরের বেনাপোলের চার নম্বর ঘিবা গ্রামের একটি বাড়িতে অভিযান চালিয়ে অস্ত্র, গুলি ও গাঁজাসহ এক ব্যক্তিকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।

এসময় তার কাছ থেকে আট রাউন্ড গুলি, ছয়টি ম্যাগাজিন ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়েছে।

শুক্রবার ভোরে ওই গ্রামের নিজ বাড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

আটক ব্যক্তির নাম আব্দুল খালেক (৫৬)। তিনি ঘিবা গ্রামের মৃত নইমুদ্দিন মণ্ডলের ছেলে।

ঘিবা বিওপির কমান্ডার নায়েব সুবেদার আব্দুল মালেক জানান, গোপন সংবাদে জানা যায়, ব্যবসায়ীরা খালেকের বাড়ির ছাদের উপর অস্ত্র বেচাকেনা করছিল। এমন খবর পেয়ে শুক্রবার ভোরে খালেকের বাড়িতে অভিযান চালানো হয়। বিজিবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে অন্য অস্ত্র ব্যবসায়ীরা কৌশলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে আব্দুল খালেককে আটক করা হয়।

এসময় তার কাছ থেকে আট রাউন্ড গুলি, ছয়টি ম্যাগাজিন ও ছয় কেজি গাঁজা উদ্ধার করা হয়।

৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক অস্ত্র আটকের খবর নিশ্চিত করে জানান, আটক খালেকের নামে অস্ত্র আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
যুক্তরাষ্ট্র থেকে দেশে আসা গাঁজার চকলেট-কেক জব্দ, গ্রেপ্তার ৩
লোহাগড়ায় ১২ কেজি গাঁজাসহ দুজন আটক
ইটনায় ১৮ কেজি গাঁজাসহ মাদক কারবারি গ্রেপ্তার 
নোয়াখালীতে চার কেজি গাঁজাসহ গ্রেপ্তার ১
X
Fresh