• ঢাকা মঙ্গলবার, ২১ মে ২০২৪, ৭ জ্যৈষ্ঠ ১৪৩১
logo

নানিয়ারচরে ইউপিডিএফ’র ২ কর্মীকে গুলি করে হত্যা

রাঙ্গামাটি প্রতিনিধি

  ২১ সেপ্টেম্বর ২০১৮, ০৮:৫৫

রাঙামাটির নানিয়ারচর উপজেলায় ইউপিডিএফ’র দুই কর্মীকে গুলি করে হত্যা করেছে দুর্বৃত্তরা।

শুক্রবার ভোরে উপজেলার রামসুপারি পাড়া এলাকায় এই ঘটনা ঘটে।

নিহতরা হলেন রামসুপারি পাড়া এলাকার আকর্ষণ চাকমা (৪২) ও শ্যামল কান্তি চাকমা (৩০)।

তারা ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের চাঁদা আদায়ের কালেক্টর ছিলেন বলে জানা গেছে।

নানিয়ারচর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ জানান, শুক্রবার ভোরে রামসুপারি পাড়া এলাকার নিজ বাসা থেকে ঘুম থেকে তুলে বাইরে এনে ওই দুজনের ওপর ৭-৮ রাউন্ড গুলি করে তাদের মৃত্যু নিশ্চিত করে দুর্বৃত্তরা।

ওসি আরও জানান, নিহতরা আগে জেএসএসের (সংস্কার) কর্মী ছিলেন। পরে তারা দল পাল্টে ইউপিডিএফ (প্রসিত) করায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে।

তবে এ বিষয়ে ইউপিডিএফ (প্রসিত) গ্রুপের কিংবা জেএসএস (সংস্কার) গ্রুপের কারও বক্তব্য পাওয়া যায়নি।

আরও পড়ুন :

জেবি/জেএইচ

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
রাঙ্গামাটিতে ইউপিডিএফের ২ সদস্যকে গুলি করে হত্যা
অটোরিকশায় মোটরসাইকেল থেকে ‘গুলি’, অতঃপর... 
পুকুরে পাওয়া গেল পরিত্যক্ত এলএমজি, ম্যাগাজিন ও গুলি
গুলিবিদ্ধ স্লোভাকিয়ার প্রধানমন্ত্রী শঙ্কামুক্ত
X
Fresh