• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

চাকরির খোঁজে এসে নারী শ্রমিকের আত্মহত্যা

গাজীপুর প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১৯:৩৯

নেত্রকোনা থেকে চাকরির খোঁজে এসে গাজীপুরের শ্রীপুর উপজেলায় এক নারী শ্রমিক গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন।

শুক্রবার ভোর রাতে উপজেলার এএ ইয়ার্ন ডাইং কারখানায় শ্রমিক কোয়ার্টারের একটি কক্ষে এই ঘটনা ঘটে।

নিহত নারীর নাম সুমী আক্তার নুপুর (২০)। তিনি নেত্রকোনা জেলার মোহনগঞ্জ উপজেলার দৌলতপুর গ্রামের সাগর মিয়ার মেয়ে।

শ্রীপুর থানার উপ-পরিদর্শক (এসআই) আশরাফুল্লাহ জানান, নিহত নুপুর তার মায়ের সঙ্গে শ্রীপুর পৌর এলাকার বৈরাগীরচালা গ্রামে থেকে মোশারফ কম্পোজিট নামের এক কারখানায় চাকরি করতেন।

তিনি ওই চাকরি ছেড়ে এএ ইয়ার্ন ডাইং কারখানায় নতুন চাকরির খোঁজে বৃহস্পতিবার রাতে তার পূর্ব পরিচিত সহকর্মীদের কাছে এসেছিলেন। চাকরির জন্য কারখানার কর্তৃপক্ষের কাছে যাবতীয় কাগজপত্র জমাও দিয়েছিলেন।

শুক্রবার রাতে নুপুর এএ ইয়ার্ন ডাইং কারখানার শ্রমিক কোয়ার্টারের একটি কক্ষে অন্যান্য শ্রমিকদের সঙ্গে ঘুমিয়ে পড়েন। পরে রাতের কোনও একসময় সে ফ্যানের সঙ্গে ওড়না দিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন। ভোরে অন্য শ্রমিকরা নুপুরকে ফ্যানের সঙ্গে ঝুলতে দেখে উদ্ধার করে প্রথমে মাওনা চৌরাস্তার আলহেরা হাসপাতালে পরে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। সেখানে তাকে কর্তব্যরত চিকিৎসক মৃত বলে ঘোষণা করেন।

তিনি আরও জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহম্মদ মেডিকেল কলেজ হাসপাতালে রাখা হয়েছে। ময়নাতদন্ত শেষে এ বিষয়ে বিস্তারিত বলা যাবে।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
প্রেমিকার ১৯ দিন পর প্রেমিকের আত্মহত্যা
রাজধানীতে ছাদ থেকে লাফিয়ে স্কুলছাত্রের আত্মহত্যা  
ফেসবুকে পোস্ট দিয়ে সন্তানকে নিয়ে ট্রেনের নিচে ঝাঁপ দিলেন মা
রাজধানীতে ফেসবুকে পোস্ট দিয়ে ট্রান্সজেন্ডার নারীর আত্মহত্যা
X
Fresh