• ঢাকা রোববার, ২৮ এপ্রিল ২০২৪, ১৫ বৈশাখ ১৪৩১
logo

কুমিল্লায় দু’পক্ষের সংঘর্ষে প্রাণ গেল দুই জনের

কুমিল্লা প্রতিনিধি

  ০৮ সেপ্টেম্বর ২০১৮, ১২:১৮

কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় জমি নিয়ে বিরোধের জেরে দুই পক্ষের সংঘর্ষে দুইজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে।

শনিবার ভোরে উপজেলার সিদলাই গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সিদলাই দক্ষিণপাড়া গ্রামের খোরশেদ আলম (৪৮) ও একই গ্রামের সানু মিয়া (৬২)।

জানা গেছে, উপজেলার সিদলাই গ্রামের মফিজ মিয়া এবং সামসু মিয়ার নেতৃত্বে দুই দলের মধ্যে জমি নিয়ে অনেক আগে থেকেই বিরোধ চলে আসছে। এ নিয়ে উভয়পক্ষে মামালাও চলছিল। আজ ভোরে দুই দলের লোকজনের মধ্যে সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই খোরশেদ আলম নিহত হন। আর কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে সানু মিয়া মারা যান।

খবর পেয়ে ব্রাহ্মণপাড়া থানা-পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আহতদের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।

নিহত খোরশেদ আলমের ভাতিজা সোহেল রানা জানান, দীর্ঘদিন যাবত জমি নিয়ে তাদের মধ্যে বিবাদ চলায় তারা দুই বছর ধরে বাড়ি ছাড়া ছিলেন। আজ সকালে তারা বাড়িতে আসলে লিটন গ্রুপের লোকজন হামলা চালায়। তাতে দু’জন মারা যান। নিহত দুইজন শামছুল হক গ্রুপের বলেও তিনি জানান।

ব্রাহ্মণপাড়া থানার ওসি সৈয়দ আবু মো. শাহজাহান কবির বলেন, ভোরে সংঘর্ষ হয়েছে। পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

আরও পড়ুন :

এসএস

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
দুই বাসের মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
কুমিল্লায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়
বাগেরহাটে ট্রাক-ভ্যান মুখোমুখি সংঘর্ষ, নিহত ৩
ঘোড়াঘাটে দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ 
X
Fresh