• ঢাকা শনিবার, ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১
logo

কুষ্টিয়া থেকে অপহৃত শিশু ঢাকায় উদ্ধার

কুষ্টিয়া প্রতিনিধি

  ০১ সেপ্টেম্বর ২০১৮, ১৮:৫১

কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কাসিমপুর থেকে অপহৃত শিশু মারুফকে ১৪ দিন পর রাজধানীর ঢাকার শ্যামপুরের একটি বাসা থেকে উদ্ধার করেছে পুলিশ।

এই ঘটনার সঙ্গে জড়িত অপহরণকারী সাইদুর রহমানকেও গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার রাতে মারুফকে উদ্ধার করা হয়।

কুষ্টিয়ার পুলিশ সুপার এস এম মেহেদি হাসান জানান, গেল মাসের ১৭ তারিখ বিকেলের দিকে কাসিমপুরের গড়াই নদীর পাড়ে খেলা করার সময় মারুফকে অপহরণ করে নিয়ে যায় মারুফের ছোট খালার সাবেক স্বামী সাইদুর রহমান।

এই ঘটনার দুইদিন পর মারুফের খালার মোবাইল ফোনে পাঁচ লাখ টাকা মুক্তিপণ চায় অপহরণকারী সাইদুর।

পরে মারুফের মা আনোয়ারা বেগম বিষয়টি লিখিতভাবে কুমারখালি থানা পুলিশকে জানান। পুলিশ মোবাইল ট্র্যাকিং করে সাইদুরের অবস্থান শনাক্ত করে তাকে গ্রেপ্তার করে। পরে তার দেয়া তথ্য অনুযায়ী শিশু মারুফকে উদ্ধার করে তার মায়ের কাছে ফিরিয়ে দেয়া হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
টেকনাফে ১০ কৃষক অপহরণ মামলার আসামি গ্রেপ্তার
অপহরণের একদিন পর পল্লী চিকিৎসকসহ দুইজন উদ্ধার
টেকনাফে সিএনজি থামিয়ে চিকিৎসকসহ ২ যাত্রীকে অপহরণ 
চেয়ারম্যান প্রার্থীকে অপহরণে ব্যবহৃত মাইক্রোবাস উদ্ধার, যা মিলল
X
Fresh