• ঢাকা শুক্রবার, ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১
logo

নড়াইলে মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ফেনসিডিল উদ্ধার

নড়াইল প্রতিনিধি

  ৩১ আগস্ট ২০১৮, ১৫:৩৪

নড়াইলে গোয়েন্দা পুলিশ এক মোটরসাইকেল আরোহীর কাছ থেকে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করেছে।

শুক্রবার সকাল আটটার দিকে নড়াইল-যশোর সড়কের সীতারামপুর এলাকায় অভিযান চালিয়ে এসব ফেনসিডিল উদ্ধার করে।

নড়াইল গোয়েন্দা পুলিশের ওসি মো. আশিকুর রহমান জানান, নড়াইল-যশোর সড়কে নিয়মিত চেকপোস্টের অংশ হিসেবে শুক্রবার সীতারামপুর ব্রিজ এলাকায় একটি মোটরসাইকেলের আরোহীকে তল্লাশি করা হয়। এসময় তার মোটরসাইকেলে রাখা একটি ব্যাগ তল্লাশি করে ৭০ বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়।ওই মোটরসাইকেল আরোহীর কাছে একটি ফলের ব্যাগ ও একটি কাপড়ের ব্যাগ ছিল। এসময় তার ব্যবহৃত মোটরসাইকেলটিও জব্দ করা হয়েছে।

আটক ইয়াকুব মোল্যা ওরফে বাবুল (২৮) নড়াইল সদর উপজেলার চণ্ডিবরপরপুর ইউনিয়নের ফেদী গ্রামের দাউদ মোল্যার ছেলে। বর্তমানে সে সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী মিনা বাজার এলাকায় একটি বাড়িতে ভাড়া থাকে।

আটক বাবুল জানায়, বসুন্দিয়া মোড় থেকে ফেনসিডিলগুলো নিয়ে লোহাগড়ায় নিয়ে যাচ্ছিল।

পুলিশ সুপার মোহাম্মদ জসিম উদ্দিন পিপিএম জানান, মাদক নিয়ন্ত্রণে নড়াইল-যশোর সড়কে নিয়মিত তল্লাশির অংশ হিসেবে গোয়েন্দা পুলিশের তল্লাশি চলাকালীন এ ফেনসিডিল উদ্ধার করা হয়।

আরও পড়ুন :

জেবি

মন্তব্য করুন

daraz
  • দেশজুড়ে এর পাঠক প্রিয়
আরও পড়ুন
হিলিতে গরুবাহী ভটভটির ধাক্কায় ২ মোটরসাইকেল আরোহী নিহত 
বাসের ধাক্কায় ফেরিতে থাকা ৪ মোটরসাইকেল নদীতে
ঈদযাত্রায় বেশি মৃত্যু মোটরসাইকেল দুর্ঘটনায়
রাজধানীতে মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে গার্মেন্টস কর্মকর্তা নিহত
X
Fresh